ETV Bharat / state

স্বাস্থ্যবিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

author img

By

Published : May 7, 2020, 2:32 PM IST

TMC MLA of Alipurduar
আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক

আজ আলিপুরদুয়ারের এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অভিযোগ পত্র জমা দিল চিকিৎসকদের একটি সংগঠন তবে, অভিযোগ পত্রে ওই বিধায়কের বিরুদ্ধে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ।

আলিপুরদুয়ার, 7 মে : স্বাস্থ্য বিভাগের কাজে নাক গলানোর অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারস্থ হল চিকিৎসকদের একটি সংগঠন । আজ ওই বিধায়কের বিরুদ্ধে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অভিযোগ পত্র জমা দিয়েছে চিকিৎসকদের ওই সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ ডক্টরস । তবে, অভিযোগ পত্রে ওই বিধায়কের বিরুদ্ধে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ।

জানা গেছে, সম্প্রতি আলিপুরদুয়ারে দিল্লি ফেরত চার জনের দেহে কোরোনা সংক্রমণের প্রমাণ পায় জেলা স্বাস্থ্যবিভাগ । ওই চার জনের মধ্যে এক জনের সংস্পর্শে আসেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন । আবার তাঁর সংস্পর্শে আসেন আলিপুরদুয়ার 12 বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী । ফলে দু'জনকেই কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় । সেইমতো হাসপাতালের সুপার কোয়ারানটিনে রয়েছেন । কিন্তু অভিযোগ, ওই বিধায়ক পরামর্শমতো কোয়ারানটিনে থাকছেন না ।

এই বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী । পোস্টে ওই বিধায়কের নাম না করে এক জনপ্রতিনিধিকে কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন তিনি । বিষয়টি নিয়ে সুবর্ণ গোস্বামীর সঙ্গে বিবাদ শুরু হয় ওই বিধায়কের । বিষয়টি নিয়ে সুবর্ণ ও সৌরভ দু'জনেই রাজ্য স্তরে নিজেদের সংগঠনে অভিযোগ জানিয়েছেন । আজ রাজ্যের প্রধান সচিবের কাছে চিকিৎসকদের একটি সংগঠনের তরফে যে অভিযোগ পত্র জমা দেওয়া হয় তাও এই বিবাদকে কেন্দ্র করেই বলে মনে করছেন ওয়াকিবহালমহল ।

এই বিষয়ে সুবর্ণা গোস্বামী কোনও মন্তব্য করতে চাননি । তিনি বলেন, "যা বলার সংগঠনের তরফে বলবে ।"

সংগঠনটির রাজ্য সম্পাদক মানস গুমতা বলেন, "কোরোনা যুদ্ধে আলিপুরদুয়ার জেলায় সুবর্ণ গোস্বামী প্রথম সারির সৈনিক । এই পরিস্থিতে তাঁর কাজে বিধায়কের নাক গলানো বাঞ্ছনীয় নয় ।"

বিধায়ক সৌরভ চক্রবর্তী অবশ্য পুরো বিষয়টাকে BJP-র চক্রান্ত বলেই দাবি করছেন । তিনি বলেন, "আমার সঙ্গে সুবর্ণ গোস্বামীর এমন কোনও ঘটনাই ঘটেনি । কী অভিযোগ তাও জানি না । গোটা ঘটনাই BJP-র চক্রান্ত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.