ETV Bharat / state

প্রতিশ্রুতির পরেও মেলেনি পরিণত হাসপাতাল, ভোট বয়কটের ডাক দুই যুবকের

author img

By

Published : Jan 7, 2021, 7:21 PM IST

প্রতিশ্রুতির পরেও মেলেনি পরিণত হাসপাতাল, ভোট বয়কটের ডাক দুই যুবকের
প্রতিশ্রুতির পরেও মেলেনি পরিণত হাসপাতাল, ভোট বয়কটের ডাক দুই যুবকের

স্বাস্থ্য বিভাগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি পূর্ণাঙ্গ হাসপাতাল । অগত্যা বিধানসভা ভোট বয়কটের ডাক দিল স্থানীয় দুই যুবক । তাদের আন্দোলনে সাড়া দিয়েছে স্থানীয়রা ।

আলিপুর দুয়ার, 7 জানুয়ারি : নামেই রয়েছে চিকিৎসা কেন্দ্র । নেই ন্যূনতম পরিকাঠামো । আর তাকেই সম্বল করে কয়েক দশক ধরে লাখ লাখ মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে কোনও রকমে । ওই চিকিৎসা কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করতে ভোট বয়কটের ডাক দিল শৈলেন্দ্র নার্জেনারী ও ভীম ছেত্রী নামে গ্রামের দুই যুবক । তাদের ডাকে সাড়া দিয়েছে গ্রামবাসী । আলিপুরদুয়ারের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা ।

আরও পড়ুন : রক্ত সংকটে ভুগছে দিনহাটা মহকুমা হাসপাতাল

তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে আলিপুর দুয়ার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত একটি ছোটো জনপদ । রয়েছে 9 টি চাবাগান, 11 টি বনবস্তি, 4 টি গ্রাম পঞ্চায়েত । চিকিৎসার জন্য আশেপাশের গ্রামের মানুষজন এখানে আসেন । এমন কী আদিবাসী অধ্যুষিত এলাকার একটিই যক্ষ্মার ডট সেন্টার । তবে নূন্যতম পরিকাঠামো না থাকায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জানিয়েছে স্থানীয়রা । এছাড়াও রাতে কারও কিছু সমস্যা হলে হাসপাতালে ভরতি করার জন্য ছুটতে হয় শামুকতলা কিংবা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে । এমনকী জঙ্গল লাগোয়া এলাকায় রাতের বেলায় রোগীর জন্য গাড়ি আয়োজন করাই অনেক সময় দুষ্কর হয়ে পড়ে ।

আরও পড়ুন : কোচবিহার মেডিকেল কলেজের পাশেই গড়ে উঠবে 700 বেডের হাসপাতাল

বছর দুয়েক আগে, পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার দাবি জানিয়ে শৈলেন্দ্র ও নার্জেনারী দুজনে অনশনে বসেন । 5 দিন অনশনের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীকের কাছ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল করার প্রতিশ্রুতি মেলে । কিন্তু দু বছর কেটে গেলেও এখনও ওই স্বাস্থ্যকেন্দ্র পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হয়নি । ওই দুই যুবক সমস্ত দপ্তরের লিখিতভাবে জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোট । এবার এই নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছি । তাদের সঙ্গে গ্রামবাসীরাও আন্দোলনে নেমেছেন । তারাও আশাবাদী ।

এবিষয়ে স্থানীয় ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস বলেন, "সরকারি প্রতিশ্রুতির পরেও কোনও রকম পরিষেবা পাওয়া যায়নি । তাই আর প্রতিশ্রুতির ওপরে আমরা আর ভরসা করছি না । ভোট বয়কটে সামিল হব সকলে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.