ETV Bharat / sports

Tokyo Olympics : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

author img

By

Published : Aug 7, 2021, 8:25 AM IST

Tokyo Olympics 2020
Tokyo Olympics 2020

খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও নীরজকে আদর্শ মনে করেন আরশাদ নাদিম ৷ 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপড়া ৷ পোডিয়াম ফিনিশ করেছিলেন নাদিমও ৷

টোকিয়ো, 7 অগস্ট : এবার অলিম্পিকসেও ভারত-পাকিস্তান দ্বৈরথ ৷ দুর্দান্ত পারফর্ম করে ছেলেদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া ৷ নীরজের পারফরম্যান্সে সোনার পদকের স্বপ্ন দেখছে তামাম ভারতবাসী ৷ কিন্তু ফাইনালে এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ও স্বর্ণপদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷ সোনাার লক্ষ্যে অলিম্পিকসেও দেখা যেতে পারে ভারত-পাক যুদ্ধ ৷

খেলার মাঠে ভারত বনাম পাকিস্তান মানেই মানরক্ষার লড়াই ৷ টানটান উত্তেজনা ৷ আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে ৷ বিশ্বকাপের মঞ্চে এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজিত ক্রিকেটপ্রেমীরা ৷ তার আগেই অলিম্পিকসে ছেলেদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে ভারত-পাক লড়াই দেখবে ক্রীড়াপ্রেমীরা ৷ ফাইনালে নীরজ চোপড়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম ৷ যোগ্যতা অর্জন পর্বে 85.16 মিটার দূরে বর্শা ছুড়ে ফাইনালে জায়গা করে নেন নাদিম ৷ নীরজ যেমন গ্রুপ এ-র শীর্ষে থেকে ফাইনালে উঠেছেন তেমনই গ্রুপ বি-র শীর্ষে থেকে জ্যভলিন থ্রো-র ফাইনালে জায়গা করে নিয়েছেন নাদিম ৷

খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও নীরজকে আদর্শ মনে করেন আরশাদ নাদিম ৷ 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপড়া ৷ পোডিয়াম ফিনিশ করেছিলেন নাদিমও ৷ তিনি ব্রোঞ্জ জেতেন ৷ পরে এক সাক্ষাৎকারে নাদিম বলেন, "সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ সহ নীরজের বিরুদ্ধে আটবার প্রতিদ্বন্দ্বিতা করেছি ৷ ওর সাফল্য আমাকে অনুপ্রাণিত করে ৷ একদিন আমি নীরজের সমকক্ষ হয়ে দেখাব ৷ হয়তো কোনও একদিন ওকে হারিয়ে দিতেও পারি ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : নীরজেই কি শেষ হবে ভারতের সোনার পদকের খোঁজ ?

2015 সালে ক্রিকেট ছেড়ে জ্যাভলিন থ্রো-কে বেছে নেন আরশাদ নাদিম ৷ 23 বছরের এই জ্যাভলিন থ্রোয়ার নীরজকে হারিয়ে সোনার পদকের স্বপ্ন দেখছেন ৷ এদিকে দুর্দান্ত দেখাচ্ছে নীরজকে ৷ ভারতীয় সেনার জুনিয়র কমিশন্ড অফিসারের চোখমুখে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে অলিম্পিকস পদক জেতানোর স্বপ্ন ৷ ভারতের 100 বছরের অলিম্পিকসের যা ইতিহাসে সম্ভব হয়নি ৷

বিকেল সাড়ে চারটেয় শুরু ছেলেদের জ্যাভলিন থ্রো ফাইনাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.