ETV Bharat / sports

Tokyo Olympics : একটুর জন্য পদক হাতছাড়া, চার নম্বরে শেষ করা অদিতিকে কুর্নিশ নেটিজেনদের

author img

By

Published : Aug 7, 2021, 10:28 AM IST

Updated : Aug 7, 2021, 10:57 AM IST

Tokyo Olympics
Tokyo Olympics

মেয়েদের গল্ফ স্ট্রোক প্লে-র ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন দেশের গল্ফার অদিতি অশোক ৷

টোকিয়ো, 7 অগস্ট : শেষ পর্যন্ত লড়ে গেলেন ৷ পদকের লড়াইয়ে টিকে থেকে স্বপ্ন দেখাচ্ছিলেন ৷ কিন্তু একটুর জন্য অলিম্পিকস পদক হাতছাড়া হয়ে গেল দেশের মহিলা গল্ফার অদিতি অশোকের ৷ মেয়েদের গল্ফ স্ট্রোক প্লে-র ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি ৷ ভারতীয় গল্ফারদের মধ্যে অলিম্পিকসে এটাই সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ৷ পদক হাতছাড়া হলেও অদিতির লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে ৷ গল্ফে পদক জয়ের আশা ভঙ্গ হলেও 23 বছরের এই তরুণ গল্ফারকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা ৷ তার মধ্যে রয়েছেন প্রাক্তন অলিম্পিয়ানরাও ৷

দেশবাসীর মধ্য়ে স্বপ্নটা চাগিয়ে দিয়েছিলেন গতকালই ৷ মহিলাদের গল্ফের স্ট্রোক প্লে-র তৃতীয় রাউন্ডে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে ৷ তাই বছর তেইশের গল্ফার অদিতি অশোকের সমর্থনে টিভির সামনে বসে পড়েছিলেন ক্রীড়াপ্রেমীরা ৷ আমেরিকার কোরডা নেলি ও নিউজ়িল্যান্ডের কো লিডিয়ার সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে গিয়েছেন অদিতি ৷ কিন্তু একেবারে শেষমুহূর্তে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷ বৃষ্টি শুরু হওয়ার সময় যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি ৷ বৃষ্টি শেষে অন্তিম দুটি হোলের খেলা শুরু হতেই একধাপ নীচে নেমে যান অদিতি ৷ যা বজায় রইল শেষ পর্যন্ত ৷

একটুর জন্য পদক হাতছাড়া হওয়ায় মন খারাপ স্বাভাবিক ৷ অদিতির মানসিক অবস্থাটা খুব ভালোভাবে অনুভব করতে পারছেন বাংলার শুটার জয়দীপ কর্মকার ৷ এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন জয়দীপ নিজেও ৷ 2012 সালের লন্ডন অলিম্পিকসের 50 মিটার প্রোন বিভাগে চতুর্থ স্থানাধিকারী টুইটারে লিখলেন, "চার নম্বর পজিশনের ক্লাবে প্রবেশ করাটা ভাল নয় ৷ কিন্তু টোকিয়ো অলিম্পিকসে এই পারফরম্যান্সের জন্য তোমাকে সকলে মনে রাখবে ৷ 2024 প্যারিস অলিম্পিকসে দেখা হবে ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

অদিতির ফ্যান হয়ে গিয়েছেন শুটিংয়ে সোনাজয়ী অভিনব বিন্দ্রা ৷ টুইটারে এই তরুণ গল্ফারের উদ্দেশে বিন্দ্রা লেখেন, "গত চারদিন ধরে অদিতি অশোকের কাছ থেকে অসামান্য ধৈর্য এবং অধ্যাবসায় দেখা গিয়েছে ৷ 200 নম্বর ব়্যাঙ্ক থেকে শুরু করে অলিম্পিকসের চতুর্থ স্থানে শেষ করেছে অদিতি ৷ এককথায় অসাধারণ পারফরম্যান্স ৷ গোটা দেশকে গর্বিত করেছ তুমি ৷ সারাজীবনের জন্য তোমার ফ্যান হয়ে গেলাম ৷"

Last Updated :Aug 7, 2021, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.