ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : প্রথম রাউন্ডে ইতিহাস, দ্বিতীয় রাউন্ডে বিদায় ফেন্সার ভবানী দেবীর

author img

By

Published : Jul 26, 2021, 8:40 AM IST

Updated : Jul 26, 2021, 10:31 AM IST

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের তিন নম্বর ফেন্সার মেনন ব্রুনেটের বিরুদ্ধে হেরে যান ভবানী দেবী ৷

Bhavani Devi
Bhavani Devi

টোকিয়ো, 26 জুলাই : অলিম্পিকসের মঞ্চে স্বপ্নের অভিষেক ৷ কিন্তু আশা জাগিয়েও পারলেন না ভবানী দেবী (C. A. Bhavani Devi) ৷ অলিম্পিকসের মঞ্চে ইতিহাস গড়ে বিদায় নিলেন এই ভারতীয় ফেন্সার ৷ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের তিন নম্বর ফেন্সার মেনন ব্রুনেটের বিরুদ্ধে হেরে যান ৷ তাঁর বিপক্ষে ম্যাচের ফলাফল 7-11 ৷

সোমবার সকালটা শুরু হয় জয়ের আনন্দ দিয়ে ৷ সঙ্গে গড়া হয় ইতিহাস ৷ ফেন্সিংয়ে (fencing) এই প্রথম অলিম্পিকসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন চেন্নাইয়ের সিএ ভবানী দেবী ৷ অভিষেকেই বাজিমাত করলেন ভবানী দেবী ৷ ব্যক্তিগত বিভাগে তিউনিসিয়ার প্রতিপক্ষ নাদিয়া বিন আজিজিকে হারিয়ে দিলেন 15-3 ব্যবধানে ৷ সোমবার ভোরে দেশবাসীর ঘুম ভাঙার আগেই ইতিহাসে ঢুকে পড়েন ভবানী ৷ কিন্তু অলিম্পিকসে তাঁর দৌড় দীর্ঘ হল না ৷ দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ৷

যে খেলার দৌলতে ইতিহাস গড়ে ফেললেন একদিন নিরুপায় হয়ে সেই খেলাকে বেছে নিয়েছিলেন চেন্নাইয়ের ভবানী ৷ স্কুলে পড়াশোনা কোনওদিন ভাল লাগত না ৷ ষষ্ঠ ক্লাসের পরীক্ষার রেজাল্টের দিন খুব নার্ভাস ছিলেন ৷ সেটা কাটাতে ক্লাসরুমের বাইরে এসে দেখেন একটা জায়গায় জটলা হচ্ছে ৷ দেখলেন জিমন্যাস্টিকস, স্কোয়াশ বিভিন্ন খেলায় নাম লেখাচ্ছে অন্য়ান্য ক্লাসের ছাত্রীরা ৷ ভবানী যতক্ষণে পৌঁছান ততক্ষণে সব খেলায় স্লট ভর্তি ৷ বাকি রয়েছে শুধু ফেন্সিং ৷ নতুন একটা খেলা ৷ সাতপাঁচ না ভেবেই ফেন্সিংয়ে নাম লিখিয়ে ফেলেন ৷ 14 বছর আগের সেই সিদ্ধান্তই আজ তাঁকে অলিম্পিকসে পৌঁছে দিয়েছে ৷ আন্তর্জাতিক মঞ্চে ফেন্সিংয়ে সোনার পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন ভবানী ৷

আরও পড়ুন : Tokyo Olympics : আজই ফিরছেন রুপোর মেয়ে, চানুকে স্বাগত জানাতে তৈরি দেশ

হারলেও প্রশংসায় ভেসে গিয়েছে 27 বছরের ভবানী ৷ নেটিজেনরা বলছেন, এখানেই শেষ নয় ৷ ভবানী দেবী পথ দেখালেন ৷ অলিম্পিকসের ফেন্সিংয়ের মানচিত্রে ভারতকে প্রতিষ্ঠা করে দিয়েছেন ৷ ক্রিকেট সর্বস্ব এই দেশে ভবানীর দেখানো পথ ধরে ফেন্সিংকে কেরিয়ার হিসেবে গড়তে চাইবেন ৷ বরং বলা যায়, ভারতীয় ফেন্সিংয়ের পথ চলা এবং ভবানী দেবী কেরিয়ারের শুরু এই মঞ্চ থেকেই ৷

Last Updated : Jul 26, 2021, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.