ETV Bharat / sports

Tokyo Olympics : আজই ফিরছেন রুপোর মেয়ে, চানুকে স্বাগত জানাতে তৈরি দেশ

author img

By

Published : Jul 26, 2021, 8:47 AM IST

Updated : Jul 26, 2021, 9:59 AM IST

টোকিয়ো অলিম্পিকসে দেশের হয়ে প্রথম পদক জিতেছেন মীরাবাঈ চানু ৷ ভারোত্তোলনে পদক জয়ী দ্বিতীয় অ্যাথলিট তিনি ৷

OLYMPICS
OLYMPICS

নয়াদিল্লি, 26 জুলাই : গোটা দেশকে গর্বিত করেছেন ৷ টোকিয়োয় তেরঙ্গা উড়িয়েছেন ৷ এবার ঘরের ফেরার পালা ৷ কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরছেন অলিম্পিকসে রুপো জয়ী মীরাবাঈ চানু ৷ সঙ্গে থাকবেন তাঁর কোচ বিজয় শর্মা ৷ রুপোর পদকজয়ী ভারোত্তোলককে স্বাগত জানাতে তৈরি দেশ ৷

দেশের বিমান ধরার আগে টোকিয়ো থেকে টুইট করেছেন চানু ৷ ব্যাগপত্তর হাতে নিয়ে কোচের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, "বাড়ির উদ্দেশে রওনা দিলাম ৷ আমার জীবনের স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য টোকিয়োকে ধন্যবাদ জানাই ৷" মোট 202 কেজি ওজন তুলে রুপো জেতেন মীরাবাঈ চানু ৷ স্ন্যাচ বিভাগে 87 কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 115 কেজি ওজন তোলেন ৷ রিও অলিম্পিকসের ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে টোকিয়োতে মীরার পদক জয় দেশবাসীর কাছে অনুপ্রেরণা ৷ রুপোর পদক ইতিমধ্যে দেশবাসীকে উৎসর্গ করেছেন ৷ ভিডিয়ো বার্তায় গোটা দেশকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷

আরও পড়ুন : Mirabai Chanu : পাঁচ বছরে বাড়ি গিয়েছেন পাঁচবার, এবার মায়ের হাতে খাবার খেতে চান চানু

আজ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল নাগাদ নামবেন তিনি ৷ ঘরের মেয়ের ফেরার খবরে চানুর ইম্ফলের গ্রাম নংপোক কাকচিংয়ে সাজো সাজো রব ৷ পদক জেতার পরই 26 বছরের এই অ্যাথলিট জানিয়েছিলেন, এবার মায়ের কাছে ফিরতে চান ৷ মায়ের হাতে তৈরি পছন্দের খাবার খেতে চান ৷ অনুশীলনের জন্য দীর্ঘ পাঁচবছর ধরে বাড়ির বাইরে তিনি ৷ পাঁচবছরে বাড়ি গিয়েছেন মাত্র পাঁচবার ৷ তাই ইম্ফলের গ্রামে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মীরাবাঈ ৷

Last Updated :Jul 26, 2021, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.