ETV Bharat / sports

Tokyo Olympics :  ব্যাডমিন্টনে সোনা-রুপোর স্বপ্ন ডুবল সিন্ধু সাগরে

author img

By

Published : Jul 31, 2021, 4:45 PM IST

Updated : Jul 31, 2021, 5:10 PM IST

PV Sindhu
PV Sindhu

সেমিফাইনাল খেলতে নামার আগে চলতি অলিম্পিকসে একটি গেমও হারেননি সিন্ধু ৷ কিন্তু আজ প্রথম গেমেই সেই রেকর্ডে দাগ পড়ল ৷ প্রথম গেমে তুল্যমূল্য লড়াই করলেন ঠিকই, তবে গেম বাঁচাতে পারলেন না হায়দরাবাদী শাটলার ৷

টোকিয়ো, 31 জুলাই : সোনা-রুপোর দৌড় থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু ৷ সেমিফাইনালে চিনা তাইপেইয়ের প্রতিযোগী তাই জু ইং -র কাছে স্ট্রেট গেমে হারলেন ভারতের শাটলার ৷ খেলার ফলাফল 18-21, 12-21 ৷

বরাবরই সিন্ধুর বড় গাঁট চিনা তাইপেইয়ের প্রতিযোগী তাই জু ইং ৷ ব্যাডমিন্টন বিশ্বে পিভি সিন্ধু বনাম তাই জু ইং দ্বৈরথের আলাদা কদর রয়েছে ৷ এই চিনা তাইপের প্রতিযোগীর বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড খুব একটা ভাল ছিল না ৷ এর আগে দু‘জনে মোট 18 বার মুখোমুখি হয়েছিলে ৷ তার মধ্যে 13 বার হারের মুখ দেখতে হয়েছিল সিন্ধুকে ৷ সিন্ধু দাপটে তাই জু বধ হয়েছিলেন মাত্র পাঁচবার ৷ সিন্ধুর কথায়, ব্যাডমিন্টন বিশ্বের সবচেয়ে চতুর খেলোয়াড় তাই জু ইং ৷ এবার টোকিয়োর অলিম্পিকসের মঞ্চে সেই চতুর খেলোয়াড়ের কাছেই হার মানতে হল ভারতীয় শাটলারকে ৷

সেমিফাইনাল খেলতে নামার আগে চলতি অলিম্পিকসে একটি গেমও হারেননি সিন্ধু ৷ কিন্তু আজ প্রথম গেমেই সেই রেকর্ডে দাগ পড়ল ৷ প্রথম গেমে তুল্যমূল্য লড়াই করলেন ঠিকই, তবে গেম বাঁচাতে পারলেন না হায়দরাবাদী শাটলার ৷ দ্বিতীয় গেমের শুরু থেকেই কার্যত খেলা নিজের মুঠোয় করে নেন চিনা তাইপেইয়ের তাই জু ৷ দ্বিতীয় গেমে কয়েকবার জ্বলে উঠলেও গেম জেতার জন্য তা যথেষ্ট ছিল না ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ব্যর্থ বক্সার পূজা রানিও, একপেশে লড়াইয়ে ছিটকে গেলেন

সেমিফাইনালে হেরে সোনা-রুপো জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ঠিকই ৷ তবে সিন্ধুর কাছে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে ৷ আর তিনি যদি তা করতে পারেন, তাহলে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পরপর দুটি অলিম্পিকসে পদক জয় করবেন ৷

Last Updated :Jul 31, 2021, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.