ETV Bharat / sports

Olympics : সোনার স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে

author img

By

Published : Aug 4, 2021, 11:23 AM IST

Updated : Aug 4, 2021, 5:35 PM IST

লভলিনা
লভলিনা

আজ প্রথম রাউন্ড থেকেই ভারতীয় বক্সার লভলিনার উপর দাপট দেখান তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ৷ তিনটি রাউন্ডে একটিতেও দাগ কাটতে পারলেন না ভারতীয় বক্সার ৷ উল্টে দ্বিতীয় রাউন্ডে তাঁর পয়েন্ট কাটা গেল ৷ রেফারির নির্দেশ না মানার জন্য এই শাস্তি দেওয়া হয় ৷

টোকিয়ো , 4 অগস্ট : না, ইতিহাসের পাতায় নাম তোলা হল না অসমের লভলিনা বর্গহাইনের ৷ বক্সিংয়ের 69 কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার বুসেনাজ সুরমেনেইলের কাছে হেরে সোনার স্বপ্নভঙ্গ হল লভলিনার ৷ তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকসে পদক জয় করলেন ঠিকই ৷ তবে সন্তুষ্ট থাকতে হল ব্রোঞ্জ পদক নিয়েই ৷

আজ প্রথম রাউন্ড থেকেই ভারতীয় বক্সার লভলিনার উপর দাপট দেখান তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ৷ তিনটি রাউন্ডে একটিতেও দাগ কাটতে পারলেন না ভারতীয় বক্সার ৷ উল্টে দ্বিতীয় রাউন্ডে তাঁর পয়েন্ট কাটা গেল ৷ রেফারির নির্দেশ না মানার জন্য এই শাস্তি দেওয়া হয় ৷

এই দুই বক্সার এর আগে কখনও সামনা সামনি হননি ৷ তবে সেমিফাইনালে ওঠার পরও দমে যাননি লভলিনা ৷ অসমের 23 বছরের লভলিনা দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিকসে পোডিয়াম ফিনিশ করলেন ৷ এর আগে 2008 সালে বিজেন্দর সিং ও 2012 সালে মেরি কম এই কৃতিত্ব অর্জন করেন ৷ অন্যদিকে আন্তর্জাতিক স্তরে সুরমেনেইল চলতি বছরে দুটি সোনা জিতেছেন ৷

লভলিনার ব্রোঞ্জ জেতাতেও খুশির হাওয়া অসম সহ গোটা দেশে ৷ লভলিনার বাবা তিকেন বর্গহাইন বলেন, ‘‘ লভলিনা ব্রোঞ্জ পদক পাওয়ায় আমি খুশি ৷ আমি ওর খেলা সরাসরি দেখি না ৷ আমি গুয়াহাটি বিমানবন্দরে ওকে আনতে যাব ৷ আমি ওর সঙ্গে পরে কথা বলব ৷ ওর এখন মন খারাপ, কারণ ওর স্বপ্ন, সোনা জেতা হল না ৷’’

শুনুন লভলিনার বাবা তিকেন বর্গহাইনের বক্তব্য

অন্যদিকে লভলিনার সাফল্যে গর্বিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ আগেরদিনই লভলিনার জন্য প্রার্থনা করেছিলেন ৷ আজ টুইট করে বলেন, ‘‘ অলিম্পিকস বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জেতার জন্য অসমের মেয়ে লভলিনাকে শুভেচ্ছা ৷ তোমার নাম অসমের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৷ গোটা দেশ তাঁর পারফরমেন্সে গর্বিত ৷’’

  • Congratulations to Assam’s daughter @LovlinaBorgohai for bringing home the bronze medal in #Olympics boxing. Your name will be etched in golden letters in the history of Assam. The entire nation is proud of your phenomenal achievement. pic.twitter.com/HbKcXSryGf

    — Himanta Biswa Sarma (@himantabiswa) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokoy Olympics : রেসলিংয়ের সেমিফাইনালে দীপক পুনিয়া

লভলিনার সাফল্যে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ টুইটে মোদি লেখেন, ‘‘ দারুণ লড়াই করেছো লভলিনা বর্গহাইন ৷ বক্সিংয়ে তাঁর সাফল্য অনেককে উৎসাহিত করবে ৷ তাঁর দৃঢ়তা প্রশংসাযোগ্য ৷ ব্রোঞ্জ পদক জেতায় তাঁকে শুভেচ্ছা ৷ ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই ৷’’

  • Well fought @LovlinaBorgohai! Her success in the boxing ring inspires several Indians. Her tenacity and determination are admirable. Congratulations to her on winning the Bronze. Best wishes for her future endeavours. #Tokyo2020

    — Narendra Modi (@narendramodi) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated :Aug 4, 2021, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.