ETV Bharat / sports

Tokyo Olympics : রানিদের নিয়ে স্বপ্ন দেখছেন প্রাক্তন অলিম্পিয়ানরা

author img

By

Published : Aug 3, 2021, 5:46 PM IST

রানিদের নিয়ে স্বপ্ন দেখছেন প্রাক্তন অলিম্পিয়ানরা
রানিদের নিয়ে স্বপ্ন দেখছেন প্রাক্তন অলিম্পিয়ানরা

ভারতীয় মহিলা হকি দল নিয়ে আশার আলো দেশজুড়ে । মীররঞ্জন নেগি বলেছেন, চক দে ইন্ডিয়া ছবি যেন বাস্তবে নেমে এল ।

কলকাতা, 3 অগস্ট : ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে । প্রথমবার অলিম্পিকসে প্রথম চার দলের বৃত্তের মধ্যে রানি রামপালরা । তাঁদের এই উত্থানে ভারতীয় মহিলা হকি দল নিয়ে আশার আলো দেশজুড়ে । মীররঞ্জন নেগি বলেছেন, চক দে ইন্ডিয়া ছবি যেন বাস্তবে নেমে এল । ছবিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল কবীর খানের দল । বাস্তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক সেমিফাইনালে ভারতীয় মেয়েরা । এবার সামনে আর্জেন্টিনা ।

অলিম্পিয়ান ভরত ছেত্রী বলছেন, "লিগ পর্যায়ের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স বাদ দিন । আমাদের মেয়েরা এখন ঘুরে দাঁড়িয়েছে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার প্রতিটি বিভাগে টেক্কা দিয়েছে । এবার আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা । দল হিসেবে আর্জেন্টিনা মোটেই ভাল জায়গায় নেই । তাই ফাইনালের স্বপ্ন দেখা যেতেই পারে । আমাদের গোলরক্ষক ভাল খেলছে । রক্ষণ অনেক গুছিয়ে নিয়েছে । মাঝমাঠ এবং আক্রমণভাগ পরিকল্পনা করে খেলছে । তাছাড়া ভাল কিছু করার তাগিদ রয়েছে । তাই স্বপ্ন দেখা যেতেই পারে ।"

প্রায় একই সঙ্গে যোগ করলেন, "টোকিয়োতে মেয়েদের পারফরম্যান্স গ্রাফ উপরের দিকে । তাই রানি রামপালরা ফের হাসি ফোটাতে পারেন । নারীশক্তির ক্ষমতায়নের ছবি ফের দেখা যেতে পারে ।"
আরও পড়ুন: 15 অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি ভারতীয় অলিম্পিয়ানরা

অলিম্পিয়ান বীর বাহাদুর ছেত্রীও ভারতীয় মেয়েদের প্রশংসা করছেন । বলছেন,"ওদের কাছ থেকে কেউ কিছু আশা করেনি । প্রত্যাশার চাপ নেই খোলা মনে খেলছে । আমিও বলব খোলা মনে সেরাটা নিংড়ে দাও । ইতিহাস সৃষ্টি করার সুযোগ বারবার আসে না । তাই হাতছাড়া করো না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.