ETV Bharat / bharat

15 অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি ভারতীয় অলিম্পিয়ানরা

author img

By

Published : Aug 3, 2021, 3:04 PM IST

Updated : Aug 3, 2021, 4:26 PM IST

ভারতীয় অলিম্পিয়ানরা টোকিয়ো রওনা দেওয়ার আগেও উৎসাহ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁদের সঙ্গে কথা বলেছিলেন ৷

prime-minister-narendra-modi-invite-indian-olympics-contingent-to-the-red-fort-as-special-guests-on-15th-august
15 অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি ভারতীয় অলিম্পিয়াডরা

নয়াদিল্লি, 3 অগস্ট : 15 অগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টোকিয়ো অলিম্পিকসে অংশ নেওয়া সকল ভারতীয় অ্যাথলিট ৷ আজ প্রধানমন্ত্রীর দফতর থেকে এমনই জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রীর তরফে তাঁদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে ৷ 15 অগস্ট সকালে তাঁরা সবাই লালকেল্লায় উপস্থিত থাকবেন ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় সারবেন ৷

জানা গিয়েছে, অলিম্পিকসে অংশ নেওয়া সবাইকে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাবেন ৷ সেখানে তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করবেন তিনি ৷ যা 15 অগস্ট লালকেল্লার অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত হবে ৷ এর আগে আজকে টোকিয়ো অলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয় অলিম্পিয়ানদের চেষ্টার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে প্রথমবার ভারতের হয়ে একসঙ্গে এতজন অ্যাথলিট অলিম্পিকসে সুযোগ পাওয়ায় প্রশংসা করেন নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : Tokyo Olympics : সোনার লক্ষ্যে লভলিনা, আর্জেন্টিনার বিরুদ্ধে রানিরা ; বুধে ভারতের লড়াই

প্রসঙ্গত, অলিম্পিকসে হকিতে গ্রেট ব্রিটেনকে 3-1 গোলে হারানোর পর, আজ বেলজিয়ামের বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচে 5-2 গোলে হারতে হয়েছে ভারতের পুরুষ দলকে ৷ ফলে সোনার পদকের জয় অধরাই রয়ে গেল ভারতীয় হকি দলের ৷ তবে, ব্রোঞ্জ পদক জেতার সুযোগ এখনও হাতছাড়া হয়নি ভারতীয় দলের ৷ অন্যদিকে, মহিলা হকি দলের সামনে ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ আগামিকাল আর্জেন্টিনাকে হারাতে পারলে সোনা জেতার দৌড়ে আরও একধাপ এগিয়ে যাবে ভারতীয় মহিলা হকি দল ৷

Last Updated : Aug 3, 2021, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.