ETV Bharat / sports

US ওপেন : মহাযুদ্ধে জয়ী নাদাল

author img

By

Published : Sep 9, 2019, 6:39 AM IST

Updated : Sep 9, 2019, 7:15 AM IST

নাদাল

নাদাল, নাদাল, নাদাল । সাড়ে 4 ঘণ্টারও বেশি সময় ধরে এক নাগাড়ে চিৎকার করে গেলেন দর্শকরা । ম্যাচ গড়িয়েছে । কখনও নাদাল এগিয়েছেন, কখনও আবার মেদভেদেভ । তাও দর্শকদের চিৎকারে রেশ পড়েনি । অবশেষে জিতলেন নাদাল । বলা ভালো মহাযুদ্ধ জিতলেন স্প্যানিশ তারকা ।

নিউ ইয়র্ক, 9 সেপ্টেম্বর : মহাযুদ্ধ । আশা করা যায়নি এতটা লড়াই দেবেন মেদভেদেভ । লড়াই বলে লড়াই । 5 ঘণ্টা কোথা দিয়ে কেটে গেছে বোঝা যায়নি । অবশেষে যুদ্ধ জয় । জয়ী রাফায়েল নাদাল ।

টেনিস ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ দেখল আর্থার আশে স্টেডিয়াম । ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড সবই দেখা গেল । প্রায় 5 ঘণ্টা ধরে প্রিয় খেলোয়াড়কে সমর্থন করে গেলেন দর্শকরা । সমর্থনের বেশিরভাগটাই ছিল অবশ্য নাদালের জন্য । মহাকাব্যিক লড়াই শেষে জিতলেনও তিনি ।

এক সময় মনে হচ্ছিল ম্যাচ যেন শেষই হবে না । কেউ কাউকে ছাড়ার পাত্র নন । ঘর্মাক্ত শরীরে লড়ে যাচ্ছিলেন দু'জনে । কিন্তু, যুদ্ধে তো আর ড্র বলে কিছু হয় না । কেউ জেতে কেউ হারে । US ওপেনের লড়াই শেষে দর্শকরা হয়তো ভাবছেন, "টেনিসেও যদি ড্র থাকত ।"

US ওপেন জেতায় 19 তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব এল রাফায়েল নাদালের দখলে । চলতি বছর কুপ রজার্স কাপে এই মেদভেদেভকে হেলায় হারিয়েছিলেন নাদাল । একেবারে স্ট্রেট সেটে । দ্বিতীয় গেম তো আবার 6-0 ব্যবধানে । আর US ওপেন ফাইনাল ? প্রথম সেট নাদাল জেতেন 7-5-এ । দ্বিতীয় সেটও দখল করেন স্প্যানিশ তারকা । ব্যবধান 6-3 । এরপরই ফিরে আসার লড়াই । 7-5 ও 6-4-এ পরপর দুটি সেট জিতে নেন মেদভেদেভ । শেষ সেট হল আরও জমজমাট । প্রথমে ছিল 2-2 । পরপর তিনটি গেম জিতে নেন নাদাল । ব্যবধান দাঁড়ায় 5-2 । ফের একবার মরণকামড় দেন মেদভেদেভ । ব্যবধান কমিয়ে আনেন 4-5-এ । শেষরক্ষা হয়নি । অবশেষে 4-6 ব্যবধানে হার মানেন ।

ম্যাচ শেষে গ্রাউন্ডেই শুয়ে পড়েন নাদাল । সেই চোখ-মুখে হাত দিয়ে ঢেকে রাখা । সিগনেচার স্টাইল । উঠে গিয়ে জড়িয়ে ধরলেন মেদভেদেভকে । হয়তো বললেন, "এই মহাযুদ্ধে তুমি পরাজিত নয় । দু'জনেই চ্যাম্পিয়ন ।"

Kathua (JandK), Sep 09 (ANI): Gurnam Singh, a teacher at a govt school in Kathua, received National Teachers' Award from President Ram Nath Kovind in Delhi on Sep 5. Sharing his happiness with ANI, he said, "It was the best moment of my life and with that my responsibilities have also increased. I will work with thrice the energy I never worked with the expectations of getting an award some day, I did it for myself. I also tried to improve the infrastructure of schools I was posted at. We just utilised, with honesty, the funds that are provided by the government for schools."
Last Updated :Sep 9, 2019, 7:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.