ETV Bharat / sports

Wimbledon 2021 : দুরন্ত দৌড় অব্যাহত, উইম্বলডন খেতাব জয় জকোভিচের

author img

By

Published : Jul 11, 2021, 10:12 PM IST

Updated : Jul 12, 2021, 9:25 AM IST

novak djokovic
novak djokovic

এটি জকোভিচের ষষ্ঠ উইম্বলডন খেতাব ৷ এই নিয়ে মোট 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান এই টেনিস তারকা ৷ এই তালিকায় রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে একাসনে বসলেন তিনি ৷

লন্ডন, 11 জুলাই : উইম্বলডনে পুরুষদের সিঙ্গেলে চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ৷ ফাইনালে হারালেন মেত্তিও বেরেত্তিনিকে ৷ চার সেটের লড়াইয়ে হারালেন ইতালিয় প্রতিদ্বন্দ্বীকে ৷ খেলার ফলাফল 7-6, 4-6, 4-6 ও 3-6 ৷ একই সঙ্গে রেকর্ডও গড়লেন জোকার ৷ গ্ল্যান্ড স্ল্যামের সংখ্যায় ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে ৷

এটি জকোভিচের ষষ্ঠ উইম্বলডন খেতাব ৷ এই নিয়ে মোট 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান এই টেনিস তারকা ৷ এই তালিকায় রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে একাসনে বসলেন তিনি ৷ এই নিয়ে চলতি বছরে তিনটি মেগা খেতাব জয় করে ফেললেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷ প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু ৷ তারপর ফরাসি ওপেন ও আজ জিতলেন উইম্বলডন ৷ বছরে চারটি মেজর খেতাব জয়ের বিশ্বরেকর্ডের থেকে মাত্র এক পা দূরে জোকার ৷

অন্যদিকে পারলেন না মেত্তিও বেরেত্তিনি ৷ ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডনে পুরুষদের সিঙ্গেলসে ফাইনালে উঠেছিলেন ৷ কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না বেরেত্তিনি ৷ অভিজ্ঞতার কাছে হার স্বীকার করল তারুণ্য ৷ যদিও খেলার শুরুটা রাজকীয়ভাবেই করেছিলেন বেরেত্তিনি ৷ প্রথম সেটে 7-6 ব্যবধানে জিতে নেন ৷ কিন্তু তারপরই ছন্দপতন ৷ পরপর তিনটি সেটে জিতে ইতিহাসে নাম তুললেন জকোভিচ ৷

আরও পড়ুন : Lionel Messi : আর্জেন্টিনার ঋণ মিটিয়ে সামনে তাকাচ্ছেন মেসি

ম্যাচ শেষে বেরেত্তিনিকে সান্ত্বনা দিতে দেখা গেল জকোভিচকে ৷ ম্যাচের শেষে জোকার বলেন, ‘‘এটা কোনও যুদ্ধের থেকে বড় ৷’’ এরপর বেরেত্তিনির উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ ফাইনালে হারা কষ্টের, যন্ত্রণার ৷ তবে এটা শেষ নয়, এটা শুরু ৷’’ বেরেত্তিনির ফোর হ্যান্ডের প্রশংসাও শোনা যায় সার্বিয়ান তারকার গলায় ৷

Last Updated :Jul 12, 2021, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.