ETV Bharat / sports

ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদাল

author img

By

Published : Oct 7, 2020, 8:06 AM IST

Updated : Oct 9, 2020, 8:39 AM IST

ফরাসি ওপেন জিতলে ফেডেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন নাদাল । বিশেষজ্ঞরা বলছেন, ফরাসি ওপেনে নাদাল যেভাবে খেলছেন, তাতে ফেডেরার রেকর্ড স্পর্শ করা সময়ের অপেক্ষা । তাঁর রেকর্ডের পথে একমাত্র বাধা হতে পারেন নোভাক জকোভিচ । তিনিও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ।

nadal
nadal

প্যারিস, 7 অক্টোবর : ফরাসি ওপেনে নামলে তাঁকে সবসময় অপ্রতিরোধ্য দেখায় । প্রতিপক্ষ, নিজের ফর্ম কোনওটাই যেন বাধা নয় । আজ সেটা আবার দেখালেন রাফায়েল নাদাল । কোয়ার্টার ফাইনালে 19 বছরের প্রতিপক্ষ জানেক সিনারকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালেন । তাঁর পক্ষে ম্যাচের ফল 7-6(4), 6-4, 6-1 । এই নিয়ে 13 বার ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন নাদাল ।

এই প্রথম ফরাসি ওপেনে কৃত্রিম আলোতেও খেলা হচ্ছে । গতকাল সেই কৃত্রিম আলোতে ঝলসে উঠল নাদালের ব়্যাকেট । স্থানীয় সময় রাত সাড়ে দশটায় খেলা শুরু হয় । প্রথম সেটে নাদালের সঙ্গে সমানে পাল্লা দেন সিনার । দু'জনেই 6টি করে গেম জেতার পর ট্রাইব্রেকারে প্রথম সেট জেতেন নাদাল ।

প্রথম সেটের পর মনে হচ্ছিল এই ম্যাচে 34 বছরের নাদালকে বেগ দেবেন 19 বছরের প্রতিপক্ষ । কিন্তু, দ্বিতীয় সেট 6-4 এ জিতে যান 12 বারের ফরাসি ওপেন জয়ী স্প্যানিশ টেনিস তারকা ।

দ্বিতীয় সেটও জয়ের পর নাদালকে আর রোখা সম্ভব হয়নি সিনারের পক্ষে। তৃতীয় সেটে নাদাল ঝড়ের কাছে কার্যত উড়ে যান তিনি । তিন সেটের লড়াই শেষ হয় স্থানীয় সময় রাত প্রায় দেড়টা নাগাদ ।

সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ দিয়েগো সোয়ার্ৎজ়ম্যান । গতকাল পাঁচ সেটের লড়াইয়ে দিয়েগো হারান গতবারের ফাইনালিস্ট ডমিনিক থিমকে । বিশেষজ্ঞরা বলছেন, থিম হেরে যাওয়ায় নাদালের ফাইনালে যাওয়া অনেক সহজ হল ।10 বার দিয়েগোর মুখোমুখি হয়েছেন নাদাল । তার মধ্যে জিতেছেন 9টি ম্যাচ ।

2005 সালে প্রথমবার ফরাসি ওপেন জয় । 2019 সাল পর্যন্ত শুধু তিনবার তাঁর হাতে কাপ ওঠেনি । 13 তম ফরাসি ওপেন জয়ের থেকে আর দু'ধাপ দূরে নাদাল । এবার জিতলে ফেডেরারে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও স্পর্শ করবেন তিনি । ফেডেরারের দখলে 20টি গ্র্যান্ড স্ল্যাম । একধাপ দূরে দাঁড়িয়ে নাদাল । তবে তাঁর এবারের ফরাসি ওপেন জয়ে বড় বাধা হতে পারেন নোভাক জকোভিচ । তিনিও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ।

Last Updated : Oct 9, 2020, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.