ETV Bharat / sports

Wimbledon Open 2021 : প্রথম বাছাই অ্যাশলে বার্টিকে হারিয়ে ইতিহাসে নাম তুলতে পারবেন ক্যারোলিনা প্লিসস্কোভা ?

author img

By

Published : Jul 9, 2021, 10:38 PM IST

Updated : Jul 9, 2021, 10:51 PM IST

বার্টির একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জয় 2019 সালের ফরাসি ওপেন ৷ এবং প্লিসস্কোভা মতোই তিনিও উইম্বলডনের চতুর্থ রাউন্ড পার করলেন ৷ যদিও তাঁর বেড়ে ওঠা এই ঘাসের কোর্টেই ৷ 2011 সালের জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন তিনি ৷

অ্যাশলে বার্টি
অ্যাশলে বার্টি

উইম্বলডন, 9 জুলাই : প্রায় দুই বছর পর ফিরেছে উইম্বলডন ৷ আর লন্ডনের ঘাসের কোর্টে মহিলাদের সিঙ্গেল ফাইনালে মুখোমুখি অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা পিলস্কোভা ৷ নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জযের উদ্দেশ্য নামবেন বার্টি ৷ অন্যদিকে প্রথম গ্র্যান্ড স্ল্যামের জন্য লড়াই করবেন পিলস্কোভা ৷

উইম্বলডনে এক নম্বর বাছাই বার্টির বিরুদ্ধে নামার আগে দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবেলেঙ্কাকে সেমিফাইনালে হারিয়েছেন প্লিসস্কোভা ৷ ফাইনালে যদি প্রথম বাছাই বার্টিকে হারাতে পারেন, তাহলে ইতিহাসে নাম তুলবেন প্লিসস্কোভা ৷ চতুর্থ মহিলা হিসেবে উইম্বলডনের দ্বিতীয় ও প্রথম বাছাইকে হারিয়ে খেতাব জিতবেন তিনি ৷ ভেনাস উইলিয়ামস এই কৃতিত্ব দু’বার অর্জন করেছেন ৷ প্রথম বার 2000 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিসকে কোয়ার্টার ফাইনালে ও তৎকালীন দ্বিতীয় বাছাই লিন্ডসে ডাভেনপোর্টকে ফাইনালে হারান উইলিয়ামস ৷ 2005 সালেও একই কৃতিত্ব অর্জন করেন তিনি ৷ এবার তিনি হারান মারিয়া শারাপোভা ও লিন্ডসে ডাভেনপোর্টকে ৷

এছাড়া এই কৃতিত্ব আছে আর মাত্র দুই জন মহিলা তারকার ৷ 1969 সালে এই কৃতিত্ব গড়েছিলেন অ্যান জোন্স, ও 1971 সালে এভোনি গুলাগং ৷

আরও পড়ুন : Ind vs Sl : করোনা আক্রান্ত একাধিক সাপোর্ট স্টাফ, ভারতের বিরুদ্ধে খেলতে পারবে তো শ্রীলঙ্কা ?

বার্টির একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জয় 2019 সালের ফরাসি ওপেন ৷ এবং প্লিসস্কোভা মতোই তিনিও উইম্বলডনের চতুর্থ রাউন্ড পার করলেন ৷ যদিও তাঁর বেড়ে ওঠা এই ঘাসের কোর্টেই ৷ 2011 সালের জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন তিনি ৷

Last Updated : Jul 9, 2021, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.