ETV Bharat / sports

নয়া কমিটি বরখাস্তের পরও 'পদ্মশ্রী ফেরত চান না', বদলে ন্যায়বিচার চাইলেন বজরং

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 8:28 PM IST

Bajrang Punia: নিজের সিদ্ধান্তে অনড় বজরং পুনিয়া। যে পদ্মশ্রী তিনি রাস্তায় রেখে এসেছিলেন, তা ফেরত চান না তারকা কুস্তিগীর। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর রবিবার রবিবার বলেন, "তিনি পদ্মশ্রী ফিরিয়ে নেবেন না। বোনেদের সম্মানের চেয়ে কোনও পুরস্কার বড় নয়।"

বজরং পুনিয়া
Bajrang Punia

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: 'পদ্মশ্রী ফেরত পেতে চান না, ন্যায়বিচার চাই'... বললেন বজরং পুনিয়া ৷ রবিবার কুস্তিগীর বজরং পুনিয়া জানান, বোনেদের সম্মানের চেয়ে কোনও পুরস্কার বড় নয়। আমরা দেশের হয়ে পদক জিতেছি। আমরা কমিটিতে রাজনীতি চাই না।" শুক্রবার সন্ধে নাগাদ অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁকে পুলিশ আটকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজরং। পরে সংসদের সামনের রাস্তায় সেই পদক ফেলে দিয়ে আসেন ৷

এদিকে, আজই জাতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু ভারতে কুস্তি প্রতিযোগিতা যাতে থেমে না-যায় তার জন্য উদ্যোগী তারা। ফলত ক্রীড়ামন্ত্রকের তরফে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে (আইওএ) অনুরোধ করা হয়েছে একটি অ্যাড-হক কমিটি গঠন করে কুস্তি সংস্থার কাজকর্ম সামলানোর জন্য। আইওএ-কে একটি চিঠি লিখে ক্রীড়ামন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, কুস্তি সংস্থার নির্বাচনের পর তৈরি হওয়া পরিস্থিতির জেরে প্রশাসন চালানো এবং সংস্থার ভাবমূর্তি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই মুহূর্তে তা সংশোধন করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।

ভারতের কুস্তি যাতে থেমে না-যায় তা দেখা আইওএ'র দায়িত্ব। তাই একটি অ্যাড-হক কমিটি তৈরি করে কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনার দায়িত্ব দেওয়া হোক। কুস্তি সংস্থার ভাবমূর্তি স্বচ্ছ রাখার আবেদনও করা হয়েছে। এদিকে, কেন্দ্রের সাসপেনশন সিদ্ধান্তের পরে ফেডারেশনের পূর্বতন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং বলেন, "আমি 12 বছর ধরে কুস্তিগীরদের জন্য কাজ করেছি। সময়ই জবাব দেবে আমি ন্যায় করেছি কি না। আমি কুস্তি থেকে অবসর নিয়েছি। কুস্তির সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি সমস্যার সমাধান করবে। এই সাসপেন্ড করার নেপথ্যে আমার কোনও ভূমিকা নেই।"

সাসপেনশন নিয়ে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক বলেন, "আমি এখনও লিখিতভাবে কিছু দেখিনি। আমার জানা নেই, শুধু সঞ্জয় সিংকেই সাসপেন্ড করা হয়েছে নাকি সমগ্র সংস্থাকে ৷" তবে পরবর্তী প্রজন্মের জন্য ন্যায়বিচার চেয়েছেন অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী ৷

আরও পড়ুন:

  1. টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের
  2. 'পুরো কমিটি নাকি শুধু সঞ্জয় সিং...', সাসপেনশন নিয়ে স্পষ্ট কিছু জানেন না সাক্ষী
  3. 'সঞ্জয় সিং আমার আত্মীয় নন', ডব্লিউএফআইয়ের সাসপেনশনে সাফাই ব্রিজ ভূষণের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.