ETV Bharat / sports

US Open 2022: স্ট্রেট সেটে জিতে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলোয় নাদাল

author img

By

Published : Sep 4, 2022, 5:19 PM IST

US Open 2022 Rafael Nadal Wins Third Round in Straight Sets Against Richard Gasquet
US Open 2022 Rafael Nadal Wins Third Round in Straight Sets Against Richard Gasquet

যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2022) তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জয় রাফায়েল নাদালের (Rafael Nadal Wins Third Round in Straight Sets) ৷ প্রতিপক্ষ রিচার্ড গ্যাসকেটকে আর্থার অ্যাশ স্টেডিয়ামে 6-0, 6-1, 7-5 ফলাফলে হারালেন স্প্যানিশ তারকা ৷

নিউইয়র্ক, 4 সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2022) চতুর্থ রাউন্ডে কোয়ালিফাই করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নাদাল এদিন তৃতীয় রাউন্ডের ম্যাচ স্ট্রেট সেটে জিতেছেন (Rafael Nadal Wins Third Round in Straight Sets) ৷ প্রতিপক্ষ রিচার্ড গ্যাসকেটকে (Richard Gasquet) 6-0, 6-1, 7-5 ফলাফলে হারান তিনি ৷ প্রথম দু'সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি নাদাল ৷ টানা 34টি ব়্যালি জেতেন স্প্যানিশ বুল ৷ তৃতীয় সেটে সামান্য লড়াই দেন রিচার্ড ৷ ফলে গেম 7-5 ফলাফল হয় এবং স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছে গিয়েছেন রাফায়েল নাদাল ৷

আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার রাতের ম্যাচে নাদাল প্রথমটায় একটু ধীর গতিতে শুরুটা করেছিলেন ৷ কিন্তু, কোনও সময়ই তিনি প্রতিপক্ষকে নিজের উপর চড়াও হতে দেননি ৷ যার ফলে প্রথম সেটে 6-0 ফলাফলে জিতেন রাফায়েল নাদাল ৷ পরের সেটেও দাপট বজায় রাখেন তিনি ৷ 6-1 গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচ জয়ের দোরগোড়ায় চলে যান নাদাল ৷ এদিন প্রথম দুই সেটে টানা 34টি ব়্যালি জেতেন তিনি ৷ তৃতীয় সেটে কিছুটা ক্লান্ত নাদালকে ক্ষণিকের জন্য হলেও চাপে ফেলেছিলেন প্রতিপক্ষা রিচার্ড গ্যাসকেট ৷ ফলে ম্যাচ 7-5 গেম পর্যন্ত গড়ায় ৷ তবে, রাফায়েলের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় রিচার্ডকে ৷

কেরিয়ারে এখনও পর্যন্ত 22টি গ্র্যান্ডস্লাম জিতে সবার আগে রয়েছেন রাফায়েল নাদাল ৷ কোভিড ভ্যাকসিন না নেওয়ায় যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি নোভাক ৷ ফলে নিজের ট্রফি ক্যাবিনেটে আরও একটি ইউএস ওপেনের ট্রফি তোলার সুযোগ রয়েছেন নাদালের কাছে ৷ এই মুহূর্তে 22টি গ্র্যান্ডস্লামের মধ্যে 4 টি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ক্লে কোর্টের রাজা ৷ তৃতীয় রাউন্ডের ম্যাচ জেতার সঙ্গেই আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিরিশতম ম্যাচ জিতলেন তিনি ৷

আরও পড়ুন: নিজের ব়্যাকেটেই নাক ভেঙে কোর্টেই রক্তাক্ত নাদাল

চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ মার্কিন খেলোয়াড় ফ্রান্সিস তিয়াফো ৷ সোমবার চতুর্থ রাউন্ডের সেই ম্যাচ হবে ৷ প্রসঙ্গত, 2010-2012 সালে মার্ডি ফিসের পর প্রথম কোনও আমেরিকান যুক্তরাষ্ট্র ওপেনে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন ৷ অতীতে তিয়াফোর বিরুদ্ধে দু’বার কোর্টে নেমেছেন নাদাল ৷ দু’বারেই ম্যাচের ফল নাদালের পক্ষে ৷ উল্লেখ্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জেতার পর নিজের ব়্যাকেটেই নাকে আঘাত করে ফেলেছিলেন রাফায়েল নাদাল ৷ এদিন নাকে ব্যান্ডেজ বেঁধেই নেমেছিলেন কোর্ট ৷ তবে, তাঁর নাকের চোট কোনও সমস্যা করছে না বলে জানিয়েছেন স্প্যানিশ তারকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.