ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : হলোকাস্ট নিয়ে ব্যঙ্গ, উদ্বোধনী অনুষ্ঠানের ডিরেক্টরকে বরখাস্ত

author img

By

Published : Jul 22, 2021, 2:12 PM IST

টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক কেন্তারো কোবায়াসিকে সরিয়ে দিল আয়োজক কমিটি ৷ হলোকাস্টের মতো নৃশংস গণহত্যা নিয়ে ব্যঙ্গ করায় তাঁকে অলিম্পিকসের মতো মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

Tokyo Olympics-opening-ceremony-director Kentaro Kobayashi-fired-for-holocaust-joke
Tokyo Olympics 2020 : হলোকাস্ট নিয়ে ব্যঙ্গ করায় বরখাস্ত হলেন টোকিও অলিম্পিক্স’র সঞ্চালক

টোকিয়ো, 22 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালককে বরখাস্ত করল টোকিয়ো অলিম্পিক সংস্থা ৷ হলোকাস্টের মতো নৃশংস গণহত্যা নিয়ে এক হাস্য অনুষ্ঠানে ব্যঙ্গ করায় তাঁকে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, 1998 সালের ওই হাস্য অনুষ্ঠানে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন কেন্তারো কোবায়াসি নামে ওই সঞ্চালক ৷

টোকিয়ো অলিম্পিকস আয়োজন কমিটির সভাপতি সেইকো হাসিমোতো জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের ডিরেক্টর কেন্তারো কোবায়াসিকে বরখাস্ত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে এক হাস্যরস অনুষ্ঠানে হলোকাস্ট নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ করা হয়েছিল ৷ যেখানে তিনি বলেছিলেন, ‘‘আসুন হলোকাস্ট খেলা যাক’’, যা নিয়ে সেই সময় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল ৷ শুক্রবার টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে তাঁকে পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন 15 দেশের রাষ্ট্রপ্রধানরা

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুর দিকে জাপানের এক সঙ্গীত পরিচালক যাঁর তৈরি গান অলিম্পিকসে ব্যবহার করার কথা ছিল, আয়োজন কমিটি তাঁকে বাদ দিয়েছে ৷ অভিযোগ কোনও এক সময় তিনি তাঁর সহপাঠীকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছিলেন ৷ যা তিনি এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে পরবর্তী সময়ে স্বীকার করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.