ETV Bharat / sports

Tokyo Olympics : চিয়ার ফর ইন্ডিয়া, আবেদন বিরাট-মিতালির

author img

By

Published : Jul 18, 2021, 7:16 PM IST

Tokyo Olympics
Tokyo Olympics

অলিম্পিকসের আসরে ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করার আবেদন জানালেন ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের দুই অধিনায়ক বিরাট কোহলি এবং মিতালি রাজ ৷

নয়াদিল্লি, 18 জুলাই : ভারতের টোকিয়োগামী অ্যাথলিটদের কাছে পৌঁছে গেল দুই অধিনায়কের বার্তা ৷ টোকিয়োয় ভারতীয় অ্যাথলিটদের জন্য গলা ফাটাবেন পুরুষ ও মহিলা ক্রিকেট দলের দুই অধিনায়ক বিরাট কোহলি ও মিতালি রাজ ৷ বিসিসিআইয়ের তরফে পোস্ট করা হয়েছে বিরাট ও মিতালির সেই ভিডিয়ো ৷ টোকিয়ো অলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সমর্থনের আর্জি জানিয়েছেন কোহলি ও মিতালি ৷

দামামা বেজে গিয়েছে টোকিয়ো অলিম্পিকসের ৷ টোকিয়ো বিমানবন্দরে এখন দেশ-বিদেশের অ্যাথলিটদের আনাগোনা ৷ অলিম্পিকসে যোগ্যতা অর্জনকারী ভারতীয় অ্যাথলিটরা একে একে পৌঁছাচ্ছেন টোকিয়োতে ৷ কেউ কেউ গেমস ভিলেজে পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ৷ লন্ডন ও রিও অলিম্পিকসের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ রয়েছে ভারতের সামনে ৷ পিভি সিন্ধু, মেরি কম, দীপিকা কুমারীদের জন্য গলা ফাটাতে তৈরি দেশের ক্রিকেট জগত ৷ বিরাট কোহলি, মিতালি রাজরা বলছেন, 'লেটস চিয়ার ফর ইন্ডিয়া' ৷

আরও পড়ুন : Tokyo Olympics : গেমস ভিলেজে 'অ্যান্টি সেক্স বেড', করোনা ঠেকাতে অভিনব উপায়

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিয়োতে বিরাট বলছেন, "টোকিয়োতে আমাদের দেশের অ্যাথলিটদের সমর্থন করুন ৷" মিতালির কথায়, "আমাদের দেশ থেকে টোকিয়োতে যেসব অ্যাথলিটরা গিয়েছেন তাঁদের খেলা দেখুন এবং তাঁদের ক্রমাগত সমর্থন করে যান ৷" রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, হরমনপ্রীত কউরের মতো ভারতীয় মহিলা ও পুরুষ দলের সদস্যরাও সিন্ধু, মেরি, মণিকাদের উৎসাহ দেওয়ার আর্জি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.