ETV Bharat / sports

Tokyo Olympics : উদ্বোধনের দিনই গেমসে করোনা আক্রান্তের সংখ্যা 100 পার

author img

By

Published : Jul 23, 2021, 4:16 PM IST

এই নিয়ে মোট করোনায় আক্রান্ত অ্য়াথলিটের সংখ্যা দাঁড়াল 11 জন ৷

Tokyo
Tokyo

টোকিয়ো, 23 জুলাই : সেঞ্চুরি পার করল অলিম্পিকসে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিকস ৷ উদ্বোধনী অনুষ্ঠানের আগে জানা গেল গেমস ভিলেজে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে ৷ শুক্রবার নতুন করে 19 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ আক্রান্তের মধ্যে চেক রিপাবলিকের একজন সাইক্লিস্ট রয়েছেন ৷ নাম মিচেল স্চেলিগেল ৷ এই নিয়ে চেক রিপাবলিকের চারজন অ্যাথলিট করোনা আক্রান্ত হলেন ৷ আয়োজকদের কপালে ভাঁজ ফেলতে এই সংখ্যা যথেষ্ট ৷

আজ গেমসের দৈনিক করোনা আক্রান্তের তালিকায় তিনজন অ্যাথলিটের সংযোজন হয়েছে ৷ রয়েছেন 10 জন গেমস আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিকরা ৷ তিনজন সাংবাদিক এবং বাকিরা গেমসের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টার ৷ এই নিয়ে গেমসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 106 জন ৷ তার মধ্যে 11 জন অ্যাথলিট ৷ সংক্রমণের কথা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষকে থাকার অনুমতি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙ্গা বইতে তৈরি মেরি-মনপ্রীত

আজকের অনুষ্ঠানে 1 হাজারেরও কম লোকজন উপস্থিত থাকবেন ৷ বাইরের দর্শক থাকছে না ৷ এদিকে অ্যাথলিট ও সাপোর্ট স্টাফরা মিলিয়ে চেক রিপাবলিকের মোট 6 জন আক্রান্ত হয়েছেন ৷ সাইক্লিস্ট মিচেল স্চেলিগেলকে হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.