ETV Bharat / sports

বাতিল হতে পারে টোকিয়ো অলিম্পিক: IOC

author img

By

Published : Feb 26, 2020, 10:06 AM IST

Updated : Feb 26, 2020, 4:10 PM IST

Tokyo Olympic
টোকিয়ো অলিম্পিক্স

কোরোনা ভাইরাসের জন্য অলিম্পিক্সের মতো ইভেন্ট স্থগিত করতে মোটেও রাজি ছিল না জাপান ৷ কিন্তু এই মারণ ভাইরাসের আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসছে দেশটিতে ৷ একদিন আগেই বাতিল করা হয়েছে জে লিগের ম্যাচ ৷

টোকিয়ো, 26 ফেব্রুয়ারি: বাতিল হতে পারে 2020 টোকিয়ো অলিম্পিক ৷ কোরোনা ভাইরাসের প্রভাব না কমলে আগামী জুলাইয়ে টোকিয়ো অলিম্পিক বন্ধ হয়ে যেতে পারে ৷ বুধবার এমনটাই জানাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷

কোরোনা ভাইরাসের জন্য অলিম্পিকের মতো ইভেন্ট স্থগিত করতে মোটেও রাজি ছিল না জাপান ৷ কিন্তু এই মারণ ভাইরাসের আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসছে দেশটিতে ৷ একদিন আগেই বাতিল করা হয়েছে জে লিগের ম্যাচ ৷ একমাস পর্যন্ত বন্ধ থাকবে জাপানের ঘরোয়া ফুটবল লিগ ৷ এই অবস্থায় স্থগিত বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেয়ে ইভেন্ট বাতিল করার কথা ভাবছে IOC ৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড বলেছেন, টোকিয়ো অলিম্পিকের ভাগ্য নির্ধারণের জন্য হাতে রয়েছে মাত্র দুই থেকে তিন মাস ৷ তার অর্থ হল মে মাসের শেষের দিকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ডিক পাউন্ডের কথায়, "টোকিয়ো অলিম্পিক চলবে নাকি বাতিল হবে তা ওই সময়েই বলতে পারব ৷ অলিম্পিকের সময় যত গড়িয়ে আসবে ততই সিকিউরিটি, খাবার, অলিম্পিক ভিলেজ, হোটেল ইত্যাদি নিয়ে ভাবনা শুরু হবে ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও থাকবে ৷ যদি মনে হয় সূচি অনুযায়ী টোকিয়োতে অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়, তাহলে IOC গেমস বাতিল করার দিকে ঝুঁকতে পারে ৷" অতএব টোকিয়োয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2020-এর ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা কয়েকমাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ৷

Last Updated :Feb 26, 2020, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.