ETV Bharat / sports

Indian Olympic Association : পুরস্কার জয়ী প্রত্যেক অ্যাথলিটকে 75 লাখ টাকা দেবে আইওএ

author img

By

Published : Jul 22, 2021, 9:51 PM IST

টোকিয়ো অলিম্পিকস
টোকিয়ো অলিম্পিকস

আইওএ আরও জানিয়েছে, উপদেষ্টা গ্রুপের সুপারিশ মেনে প্রত্যেক জাতীয় স্পোর্টস ফেডারেশনের অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলিটকে 25 লাখ টাকা করে দেওয়া হবে ৷ এছাড়া জাতীয় স্পোর্টস ফেডারেশনের অংশগ্রহণকারী প্রত্যেক পদকজয়ীকে ভবিষ্যতে 30 লাখ টাকা করে সাহায্য করা হবে ৷

নয়াদিল্লি, 22 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে সোনা জিতলে সেই অ্যাথলিটকে পুরস্কার স্বরূপ 75 লাখ টাকা দেবে ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশন ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করে আইওএ ৷ এছাড়া জাতীয় স্পোর্টস ফেডারেশনের অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলিটকে বোনাস হিসেবে 25 লাখ করে টাকা দেওয়া হবে ৷

আইওএর উপদেষ্টা কমিটি সুপারিশ করে প্রত্যেক রুপো পদক জয়ীকে 40 লাখ টাকা ও ব্রোঞ্জ পদক জয়ীকে 25 লাখ করে টাকা দেওয়ার ৷ এছাড়া একটি বিবৃতিতে ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশন বলে, ‘‘টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী প্রত্যেক ভারতীয় অ্যাথলিটকে 1 লাখ করে টাকা দেওয়া হবে ৷’’

আইওএ আরও জানিয়েছে, উপদেষ্টা গ্রুপের সুপারিশ মেনে প্রত্যেক জাতীয় স্পোর্টস ফেডারেশনের অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলিটকে 25 লাখ টাকা করে দেওয়া হবে ৷ এছাড়া জাতীয় স্পোর্টস ফেডারেশনের অংশগ্রহণকারী প্রত্যেক পদকজয়ীকে ভবিষ্যতে 30 লাখ টাকা করে সাহায্য করা হবে ৷

আরও পড়ুন : Deepak Chahar : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে জয়ের নেপথ্যে ধোনি

এছাড়া আইওএ-র উপদেষ্টা কমিটি প্রত্যেক অ্যাথলিটকে প্যকেট মানি হিসেবে 50 মার্কিন ডলার দেওয়ার সুপারিশ করেছে ৷ আইওএ বিবৃতিতে বলেছে, ‘‘ রাজ্য অলিম্পিকস অ্যাসোসিয়েশনগুলিকে 15 লাখ করে টাকা দেওয়া হবে ৷ যাতে করে তাঁরা স্পোর্টস পরিকাঠামো উন্নতি করতে পারে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.