ETV Bharat / sports

'এই নিয়ে যথেষ্ট বলেছি, আর নয়'; বজরংয়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে মুখ খুলতে নারাজ ক্রীড়ামন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 7:40 PM IST

Sports Minister refuses to get embroiled in Punia controversy
বজরংয়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে মুখ খুলতে নারাজ অনুরাগ

Sports Minister on Punia Controversy: বজরং পুনিয়ার পদ্মশ্রী পুরস্কার ফেরানোর বিতর্কে জড়াতে চান না তিনি ৷ এমনটাই জানালেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

বেঙ্গালুরু, 23 ডিসেম্বর: কুস্তিগীর বজরং পুনিয়ার পদ্মশ্রী ফেরানোর ঘটনার সঙ্গে নিজেকে জড়াতে চান না তিনি ৷ ঠিক এমনটাই জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের নির্বাচনে জয়লাভের পর এই সিদ্ধান্ত নেন বজরং ৷ শুক্রবার সোশালে পোস্ট করে তিনি জানান, তিনি তাঁর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেবেন ৷

এরপর নয়াদিল্লির কর্তব্য পথে তাঁকে দেখা যায় চিঠি হাতে ৷ তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাঁর হাতে চিঠিটি তুলে দেবেন ৷ যদিও সেই সুযোগ তিনি পাননি ৷ তার আগেই রাস্তায় পুলিশ তাঁকে বাধা দেয় ৷ এহেন ঘটনার পর শনিবার এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন অনুরাগ ৷

সাই সেন্টারের একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এই নিয়ে আমি ইতিমধ্য়েই যথেষ্ট কথা বলেছি ৷ আর এই ধরনের ঘটনা নিয়ে কোনও কথা বলতে চাই না ৷" এশিয়ান গেমসে পদক জয়ের পর অ্যাথলিটদের সম্মান জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠানটির ৷ অনুরাগকে এদিন সেই নিয়েই কথা বলতে দেখা গেল ৷ তিনি বলেন, "আমাদের অ্যাথলিটরা এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমসে 100-এরও বেশি পদক জয় করেছেন ৷ এই ঘটনা নিয়ে আরও আলোচনা হওয়া উচিত ৷"

তিনি আরও বলেন, "ওরা যখন রওনা হয় তার আগে আমি ওদের প্রশ্ন করেছিলাম এবার কি আমরা 100 পদকের বেঞ্চমার্ক পেরোতে পারব? ওরা সকলে একসঙ্গে জানিয়েছিল, আমারা পারব ৷ আর সেটাই ওরা করেও দেখাল ৷" তিনি জানান, আগামীতে ক্রীড়াবিদরা আরও ভালো করবেন এই নিয়ে আশাবাদী তিনি ৷ তার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, অভিজ্ঞ অ্যাথলিটদের তাঁদের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করে নিতে হবে ৷ বিশেষত, তরুণ প্রজন্মের সঙ্গে ৷ আর তা হলেই ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে ৷

আরও পড়ুন:

  1. গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি 20 অধিনায়ক
  2. আঙুলের চোটে ছিটকে গেলেন রুতুরাজ, দলে বাংলার ঈশ্বরণ
  3. রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সামলে তিন পয়েন্টে চোখ ফেরান্দোর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.