ETV Bharat / sports

আঙুলের চোটে ছিটকে গেলেন রুতুরাজ, দলে বাংলার ঈশ্বরণ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:57 PM IST

Updated : Dec 23, 2023, 9:30 AM IST

Gaikwad Ruled Out of Series: আঙুলের চোটে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোওয়াড় ৷ দলে বাংলার অভিমন্যু ঈশ্বরণ ৷

Etv Bharat
Etv Bharat

সেঞ্চুরিয়ন, 22 ডিসেম্বর: আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহারণে নামতে চলেছে ভারতীয় দল ৷ বিরাট কোহলি ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন ৷ যদিও বোর্ডের ঘনিষ্ট সূত্রের দাবি, সেঞ্চুরিয়ন টেস্টের আগেই বিরাট দলে ফিরে আসবেন ৷ তবে টেস্ট শুরুর আগেই আরও একটি দুঃসংবাদ রয়েছে 'মেন ইন ব্লু'র জন্য ৷ ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় আঙুলের চোটের জন্য এই দুই ম্যাচের সিরিজ থেকে বাদ পড়ে গিয়েছেন ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ ৷ তাই ভারতের জন্য় সিরিজটি যে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ তাছাড়া দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারতীয় দল ৷ তাই রোহিত শর্মা নিশ্চয়ই চাইবেন এবার সেই রেকর্ড ভাঙতে ৷ পাশাপাশি টি-20 সিরিজে ড্র করার পর 2-1 ফলাফলে ওডিআই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া ৷

এবার লক্ষ্য লাল বলে প্রোটিয়া বাহিনীকে টেক্কা দেওয়া ৷ তবে সেই দলে সাহায্য করতে পারবেন না রুতুরাজ ৷ বিসিআই ঘনিষ্ট সূত্রের খবর, "আঙুলের হাড়ে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ ৷" দ্বিতীয় একদিনের ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান এই ভারতীয় ওপেনার ৷ সেই চোটের কারণেই প্রোটিয়া ভূমে টেস্ট খেলার সুযোগ হারালেন তিনি ৷

এর আগে ইন্ট্রা স্কোয়ার্ড ম্যাচে দুরন্ত পারফরম্যান্স উপহার দেন অভিমন্যু ঈশ্বরণ ৷ সেই কারণেই বাংলার এই ব্যাটারকেই এবার মূল দলে সুযোগ দেওয়া হল ৷ যদিও বিরাট-রোহিতদের টিমের সঙ্গে তিনি মাঠে নামার সুযোগ পান কি না সেটাই বড় প্রশ্ন ৷ তবে দলে থেকে অভিজ্ঞতা তাঁর অনেকটাই বাড়বে ৷ ভারতের প্রথম টেস্ট শুরু হতে চলেছে আগামী 26 ডিসেম্বর ৷ বক্সিং ডে টেস্টে ভারত কি জয় আনবক্স করতে পারবে ? সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচার, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হরমনপ্রীতদের
  2. পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
  3. সঞ্জুর সেঞ্চুরিতে তৃতীয় ওয়ান-ডে জয়, প্রোটিয়াদের হারিয়ে 2-1 সিরিজ ভারতের
Last Updated : Dec 23, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.