ETV Bharat / sports

Gerard Pique: অবসর ঘোষণা পিকের, শনিবার শেষবারের মতো নামছেন ক্যাম্প ন্যু'তে

author img

By

Published : Nov 4, 2022, 4:19 PM IST

Spanish defender Gerard Pique Announces Retirement After Stellar Career
Spanish defender Gerard Pique Announces Retirement After Stellar Career

ফুটবল থেকে অবসর ঘোষণা জেরার্ড পিকের (Spanish defender Gerard Pique Announces Retirement) ৷ শনিবার ক্যাম্প ন্যু'তে (Camp Nou) শেষবারের মতো বার্সার জার্সিতে নামবেন তিনি ৷

বার্সেলোনা, 4 নভেম্বর: ফুটবল থেকে অবসর নিলেন বার্সেলোনা তথা স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে (Spanish defender Gerard Pique Announces Retirement) ৷ পিকে একটি ভিডিয়ো বার্তায় তাঁর অবসরের কথা জানিয়েছেন ৷ যেখানে তিনি বলেন, ‘‘শনিবার ন্যু ক্যাম্পে (Camp Nou) আমার শেষ ম্যাচ ৷ আমি সবসময় বলেছি, বার্সেলোনার (Barcelona) পরে আমার দ্বিতীয় কোনও দল নেই ৷’’ শনিবার লা লিগায় আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি শেষবার খেলবেন ৷

প্রসঙ্গত, 2008 সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় এসেছিলেন ৷ এর পর টানা 14 বছর তিনি ক্যাম্প ন্যু'তে খেলছেন স্প্যানিশ তারকা ফুটবলার ৷ জেরার্ড পিকে একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘গত কয়েক মাস এবং সপ্তাহ ধরে অনেক লোকজন আমাকে নিয়ে কথা বলছেন ৷ এখনও পর্যন্ত আমি এ নিয়ে কিছু বলিনি ৷ কিন্তু, এখন আমি নিজেকে নিয়ে বলতে চাই... আমি সবসময় বলেছি বার্সেলোনার পর দ্বিতীয় কোনও দল আমার নেই ৷ আরে সেটাই থাকবে ৷ এই শনিবারের ম্যাচে ন্যু ক্যাম্পে আমার শেষবারের মতো নামা ৷ আমি সবসময়ের ফ্যান থাকব ৷’’

প্রসঙ্গত, 18 বছরের দীর্ঘ কেরিয়ারে পিকে মোট 35টি ট্রফি জিতেছেন ৷ যার অধিকাংশটাই এসেছে ফুটবল ক্লাব বার্সেলোনায় ৷ 2010 সালে স্পেনের বিশ্বকাপ জয় হোক বা 2012 সালে ইউরো চ্যাম্পিয়ন, তখনও পিকে বার্সেলোনার ৷ ইংল্যান্ডে এবং স্পেনে পিকে মোট 9টি লিগ জিতেছেন ৷ পাশাপাশি, 4টি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন ৷ প্রসঙ্গত, এ বছর পিকে লা লিগায় মাত্র 3টি ম্যাচে খেলেছেন ৷ যার পরেই এ বার সাফল্যে ভরা কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জেরার্ড পিকে ৷

আরও পড়ুন: টিকিট নেই তবু গ্রুপ ম্যাচ শেষে কাতারে যেতে পারবেন ফুটবল ফ্যানরা

রোনাল্ড আরুও, জুয়েলস কন্তে, অ্যান্দ্রেজ ক্রিশটেনসেন এবং এরিক গার্সিয়াদের উপস্থিতিতে বার্সেলোনার প্রথম এগারো ও রির্জাভ বেঞ্চে সুযোগ পাননি ৷ প্রায় পুরো মরশুমটাই তাঁকে ডাগ আউটে বসে থাকতে হয়েছে ৷ তিনি এর আগেও জানিয়েছিলেন, পরিবর্ত হিসাবে খেলার বদলে তিনি অবসর নেবেন ৷ পিকে অবসরে তাঁর টিম মেট ফেরান তোরেস বলেন, ‘‘তুমিই সেরা ৷’’ প্রাক্তন বার্সেলোনা স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্ট লিখেছেন, ‘‘ধন্যবাদ সবকিছুর জন্য ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.