ETV Bharat / sports

UEFA Champions League : ঘরের মাঠে অ্যাডভান্টেজ মাদ্রিদ, বেঞ্জেমাই মাথাব্যথা গুয়ার্দিওলার

author img

By

Published : May 4, 2022, 3:15 PM IST

এতিহাদ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে 4 গোল করলেও 3 গোল হজম করতে হয়েছে রদ্রি, লাপোর্তেদের ৷ (Real Madrid will take on Manchester City)

Champions League Semifinal
ঘরের মাঠে অ্যাডভান্টেজ মাদ্রিদ

মাদ্রিদ, 4 মে : চার ম্যাচ বাকি থাকতেই স্পেনের ঘরোয়া লিগ জিতেছে কার্লো আনসেলোত্তির ছেলেরা ৷ ফলে তেতে আছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা ৷ এদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম ম্যাচে রিয়াল হারলেও ফের জাত চিনিয়েছেন ফরাসি তারকা । ফলে এক গোলে এগিয়ে থেকে বেনার্বাউতে নামলেও ‘গুয়ার্দিওলা অ্যান্ড কোং’-এর মাথাব্যথার নাম করিম মোস্তাফা বেঞ্জেমা (Real Madrid will take on Manchester City in UCL Semifinal) ।

বুধবার ভারতীয় সময় রাত 12.30 মিনিটে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ । প্রথম লেগে গুয়ার্দিওলার ছেলেদের মাথাব্যথা ছিলেন ফরাসি ফুটবলার । সেই ফুটবল জাদুকরের পায়েই লড়াইয়ে রয়েছে রিয়াল । শুধু লড়াইয়েই নয়, ঘরের মাঠে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে মদ্রিচ, এডুয়ার্দোরা ৷ অঙ্ক বলছে, 2-0 গোলে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে ‘বেঞ্জেমা অ্যান্ড কোং’ ৷ আনসেলোত্তি খেতাব জয়ের পরেই জানিয়ে দিয়েছেন, "কঠিন লড়াইয়ের আগে খেতাব জয়ের উদযাপন লকার রুমে বাড়তি এনার্জি নিয়ে আসবে ৷" অন্যদিকে, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে মরিয়া গতবারের রানার্সরাও । ফলে মদ্রিচ-বেঞ্জেমা-এডুয়ার্দো বনাম রদ্রি-দিয়াস-ব্রুইনের লড়াই দেখতে উৎসুক ফুটবল মহল ।

21 মার্চ ঘরের মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল দ্য হোয়াইটসরা ৷ চোটের কারণে সেই ম্যাচে ছিলেন না বেঞ্জেমা ৷ মাঠে নামার আগে গুয়ার্দিওলা জানিয়েছেন, ওই ম্যাচে তাঁর পুরনো দল জিতেছিল আনসেলোত্তির ‘অতি পাকামো‘তেই ৷ প্রথম একাদশ নিয়ে পরীক্ষা করতে গিয়েই দলকে ডুবিয়েছিলেন রিয়াল কোচ ৷ দ্বিতীয় লেগে গুয়ার্দিওলা-আনসেলোত্তির ফুটবল মস্তিষ্কের লড়াই দেখতে উৎসুক ফুটবল মহল ৷ তার আগে সদ্য ঘটা ‘ইতিহাস’ মনে করিয়ে প্রতিপক্ষকে খানিক চাপে রাখতে চাইলেন পেপ ৷

আরও পড়ুন : রিয়ালের ট্রফি ক্যাবিনেটে এল 35 নম্বর লা লিগা

2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল-রিয়াল মাদ্রিদ ৷ বেল-বেঞ্জেমার গোলে ‘দ্য রেডস’দের হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল রিয়াল ৷ ম্যাচের প্রথমার্ধ্বে ব়্যামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়ে ছিটকে যান সালাহ ৷ চার বছর আগের বদলা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া ‘মিশরীয় ম্যাজিশিয়ান’ ফাইনালের টিকিট নিশ্চিত হতেই জানিয়ে দিয়েছেন, প্যারিসে তিনি ম্যান সিটি নয়, মাদ্রিদকেই চান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.