ETV Bharat / sports

UEFA Champions League : ইউরোপ সেরা রিয়াল, লস ব্ল্যাঙ্কোসদের ঘরে এল 14তম চ্যাম্পিয়ন্স লিগ

author img

By

Published : May 29, 2022, 6:46 AM IST

Updated : May 29, 2022, 8:09 AM IST

14তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস রিয়ালের ৷ ভিনিসিয়াস জুনিয়রের 59 মিনিটের গোলে লিভারপুলকে হারাল আন্সেলোত্তির ছেলেরা (Real Madrid beat Liverpool in UCL Final) ৷

Champions League News
ইউরোপ সেরা রিয়াল

প্যারিস, 29 মে : থিবো কুর্তোয়া ৷ লস ব্ল্যাঙ্কোসদের 14তম চ্যাম্পিয়ন্স লিগ এল তাঁর বিশ্বস্ত হাত ধরেই ৷ বেলজিয়ান গোলরক্ষকের কাছে আটকে গিয়েছে সালাহ, মানে’দের যাবতীয় আস্ফালন ৷ নয়তো শনিবারের ম্যাচের ফল অন্যরকম হতেই পারত (Real Madrid notch record-extending 14th UEFA Champions League title) ৷ অন্যদিকে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ৷ ব্রাজিলিয়ান উইঙ্গারের 59 মিনিটের একমাত্র গোলে লিভারপুলকে হারাল আন্সেলোত্তির ছেলেরা (Real Madrid beat Liverpool in UCL Final) ৷

প্যারিসের মহারণে স্বচ্ছন্দে বলা যায়, খেলল লিভারপুল, জিতল রিয়াল মাদ্রিদ ৷ গোল লক্ষ্য করে মোট 9টি শট নিয়েছেন সালাহরা, বেঞ্জেমাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা মাত্র 2 ৷ ম্যাচের 16 মিনিটেই সালাহকে রুখে দেন কুর্তোয়া, ঠিক 4 মিনিট পরেই মানের শটে দুর্দান্ত সেভ করেন তিনি ৷ দ্বিতীয়ার্ধেও ‘দ্য রেডস’দের 4টি নিশ্চিত গোল রুখে দেন মাদ্রিদের শেষ প্রহরী ৷

অন্যদিকে, প্রথমার্ধ শেষের 3 মিনিট আগে রিয়ালের জালে বল জড়ান করিম বেঞ্জেমা ৷ যদিও শেষ পর্যন্ত ভিডিয়ো প্রযুক্তিতে (ভার) সেই গোল বাতিল করে দেওয়া হয় ৷ ফলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে রাউলের রেকর্ড ছুঁলেও লেওয়ানডস্কিকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উন্নতি করা অধরাই থেকে গেল ফরাসি জাদুকরের ৷

ইতিহাস গড়ে 14তম ইউরোপ সেরার খেতাব ঘরে তুলেছেন বেঞ্জেমা, মদ্রিচরা ৷ দ্য হোয়াটস’দের পর সবচেয়ে বেশিবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এসি মিলান, বায়ার্ন মিউনিখ ৷ দু'দলের ক্ষেত্রেই সেই সংখ্যাটা 11, রিয়ালের জেতা খেতাবের থেকে মাত্র 3 কম ৷ স্প্যানিশ আর্মাডার পর সবচেয়ে বেশিবার খেতাব ঘরে তুলেছে এসি মিলান, সাতবার ৷ সংখ্যাটা রিয়ালের ঠিক অর্ধেক ৷

আরও পড়ুন : রিয়ালের ট্রফি ক্যাবিনেটে এল 35 নম্বর লা লিগা

এর আগে 2013-15 মরশুমে মাদ্রিদের কোচ ছিলেন আন্সেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়ন্স লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won La Decima under Carlo Ancelotti) ৷ 2002-03, 2006-07 সালে দু'বার ইউরোপ সেরা করেছিলেন এসি মিলানকেও ৷ প্যারিসে সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নিলেন বেঞ্জেমাদের হেডস্যর ৷

Last Updated :May 29, 2022, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.