ETV Bharat / sports

Badminton Asia C'ships : পদক নিশ্চিত, এশীয় ব্যাডমিন্টনের সেমিতে সিন্ধু

author img

By

Published : Apr 29, 2022, 4:44 PM IST

Updated : Apr 29, 2022, 5:42 PM IST

Badminton Asia C'ships
Badminton Asia C'ships

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন পিভি সিন্ধু (PV Sindhu Reaches Badminton Asia Championships Semifinal) ৷ 1 ঘণ্টা 16 মিনিটের চ্যালেঞ্জ শেষে সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল 21-19, 13-21, 21-19 ৷

ম্যানিলা (ফিলিপিন্স), 29 এপ্রিল : ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন পিভি সিন্ধু ৷ ধাপে ধাপে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার ৷ টানটান ম্যাচে চিনা শাটলার হি বিং জিয়াওকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি (PV Sindhu Reaches Badminton Asia Championships Semifinal) ৷ এরই সঙ্গে নিশ্চিত করলেন ব্রোঞ্জ পদক ৷ 1 ঘণ্টা 16 মিনিটের চ্যালেঞ্জ শেষে সিন্ধু পক্ষে ম্যাচের ফলাফল 21-19, 13-21, 21-19 ৷

গত বছরের অগাস্ট থেকে 25 বছর বয়সি চিনা শাটলারের বিরুদ্ধে এই নিয়ে টানা তিনবার জয় পেলেন সিন্ধু ৷ পাশাপাশি বিং জিয়াওয়ের বিরুদ্ধে এটি তাঁর অষ্টম জয় ৷ দীর্ঘ আট বছর পর এশীয় ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করলেন সিন্ধু ৷ সেবার কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বুসাননকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি ৷ সেটি ছিল এই টুর্নামেন্টে হায়দরাবাদি শাটলারের প্রথম পদক ৷ সিন্ধুর হাত ধরে পদক এলেও বিদায় নিয়েছেন সাইনা নেহওয়াল ও কিদম্বি শ্রীকান্ত ৷

ম্যানিলার মান্টিনলুপা স্পোর্টস কমপ্লেক্সে আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে চিনা শাটলারের বিরুদ্ধে ম্যাচের সূচনাটা দারুণ করেন সিন্ধু ৷ প্রথম গেমে শুরু করেন 11-2 লিড নিয়ে ৷ অ্যাঙ্গেলের সঠিক ব্য়বহার এবং শক্তিশালী স্ম্যাশে বিপক্ষকে পিছনে ফেলে দিয়েছিলেন প্রথম থেকেই ৷ দাপটের সঙ্গে প্রথম গেম শেষ করতে দেশের এই তরুণ ব্যাডমিন্টন তারকা সময় নেন মাত্র 13 মিনিট ৷ তবে দ্বিতীয় গেমে ম্যাচে ফেরেন বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় 9 নম্বর স্থানাধিকারী বিং জিয়াও ৷ একসময় দুই প্রতিপক্ষে প্রায় সমানে সমানে এগোচ্ছিলেন ৷ স্কোরবোর্ডে দেখাচ্ছিল 11-10 ৷ সেখান থেকে কিছু আনফোর্সড এরর সিন্ধুকে পিছনে ফেলে দেয় ৷ এবং দ্বিতীয় গেম ছিনিয়ে নেন চিনা শাটলার ৷ তাঁর কামব্যাকে ম্যাচের ধারা পুরোপুরি বদলে যায় ৷

আরও পড়ুন : Novak Djokovic : উইম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে

দ্বিতীয় গেমের ভুলগুলি তৃতীয় তথা নির্ধারণী গেমে শুধরে নেন ভারতীয় শাটলার ৷ প্রতিপক্ষকে ছাপিয়ে যাওয়ার কোনও সুযোগই দেননি তিনি ৷ তবে একসময় 6-11 গেমে পিছিয়ে থাকার পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকেন চিনা প্রতিপক্ষ ৷ সেই সময়ে দুই শাটলারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দেয় ৷ যা মেটাতে চেয়ার আম্পায়ারের হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়ে ৷ লাগাতার বডি স্ম্যাশে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকেন সিন্ধু ৷ তবে সেই ফাঁদে পা দেননি বিপক্ষ ৷ যদিও শেষমুহূর্তে জিয়াওয়ের আনফোর্সড এরর সুবিধা করে দেয় সিন্ধুর এবং এই থ্রিলার ম্যাচে সমাপ্তি টানে ৷

আরও পড়ুন : Arun Bulbul Wedding Menu : অতিথি তালিকায় সৌরভ-শাস্ত্রী, অরুণ-বুলবুলের বিয়েতে বাঙালি পদে আপ্যায়ন

Last Updated :Apr 29, 2022, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.