ETV Bharat / sports

Prince George at Wimbledon: জকোভিচের খেতাব পরখ, উইম্বলডন আত্মপ্রকাশে চর্চায় খুদে রাজকুমার জর্জ

author img

By

Published : Jul 11, 2022, 7:46 AM IST

Updated : Jul 11, 2022, 9:06 AM IST

উইম্বলডন আত্মপ্রকাশে ছোট্ট রাজকুমার এদিন সেন্টার কোর্টের দর্শকাসনে বসেছিল মা-বাবার সঙ্গেই । কোর্টের লড়াই ছেড়ে ক্যামেরা বারবার তাক করল সেদিকেই । সবমিলিয়ে জোকার-নিকের থ্রিলার ছাপিয়ে রবিবাসরীয় উইম্বলডনে চর্চার শিরোনামে প্রিন্স উইলিয়ামস এবং কেট মিডলটনের প্রথম সন্তান (Prince George makes headlines at his Wimbledon debut) ।

Prince George at Wimbledon
জকোভিচের খেতাব পরখ করে উইম্বলডন আত্মপ্রকাশে চর্চায় খুদে রাজকুমার জর্জ

লন্ডন, 11 জুলাই: নয় পেরিয়ে দিনকয়েক বাদেই পা দেবে দশে । তার আগে রবিবার পুরুষ সিঙ্গলসের ফাইনাল দেখতে অল ইংল্যান্ড ক্লাবে হাজির হয়েছিল প্রিন্স জর্জ । উইম্বলডন আত্মপ্রকাশে ছোট্ট রাজকুমার এদিন সেন্টার কোর্টের দর্শকাসনে বসেছিল মা-বাবার সঙ্গেই । কোর্টের লড়াই ছেড়ে ক্যামেরা বারবার তাক করল সেদিকেই । সবমিলিয়ে জোকার-নিকের থ্রিলার ছাপিয়ে রবিবাসরীয় উইম্বলডনে চর্চার শিরোনামে প্রিন্স উইলিয়ামস এবং ক্যাথরিন এলিজাবেথ মিডলটনের প্রথম সন্তান (Prince George makes headlines at his Wimbledon debut) ।

এদিন পুরুষ সিঙ্গলস ফাইনালের গ্যালারিতে প্রিন্স জর্জের উপস্থিতিকে 'সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স' বলছে সে দেশের সংবাদমাধ্যম । সে যাইহোক, উপস্থিত চিত্রসাংবাদিকদের লেন্সে এদিন বন্দি ছোট্ট রাজকুমারের ভিন্ন সব অভিব্যক্তি । যা মুহূর্তে ভাইরালও হয়ে যায় নেটপাড়ায় । তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল এরপরে ।

Prince George at Wimbledon
উইম্বলডন আত্মপ্রকাশে ছোট্ট রাজকুমার এদিন সেন্টার কোর্টের দর্শকাসনে বসেছিল মা-বাবার সঙ্গেই

টানা চতুর্থবার, সবমিলিয়ে সপ্তমবার অল ইংল্যান্ড ক্লাবে খেতাব জয়ের পর এদিন সাজঘরে প্রবেশের সময় প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্স জর্জের সঙ্গে সাক্ষাৎ করেন নোভাক জকোভিচ । সে সময় খুদে রাজকুমারের হাতে উইম্বলডন খেতাব জয়ের ট্রফি তুলে দেন 'জোকার' । প্রিন্স জর্জ পরখ করে দেখে তা । সার্বিয়ানের থেকে ট্রফি হাতে নেওয়ার মুহূর্তে প্রিন্স উইলিয়ামস সাবধানও করে দেন খুদেকে । বলেন, "ফেলে দিও না ।" সম্পূর্ণ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে উইম্বলডনের বিভিন্ন অফিসিয়াল সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ।

আরও পড়ুন: ঘাসের কোর্টে স্বপ্নের প্রত্যাবর্তন, উইম্বলডন জোকারের

সবমিলিয়ে রাজপরিবারের নবতম প্রজন্মের উপস্থিতিতেই শতবর্ষের উইম্বলডনের চাঁদের হাট ভাঙল রবিবার । অজি ফ্ল্যামবয়েন্ট নিক কিরিয়সকে চার সেটের লড়াইয়ে হারিয়ে এদিন একুশতম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে ভরেন নোভাক জকোভিচ । প্রথম সেট হেরে রাজকীয় প্রত্যাবর্তন করা সার্বিয়ান মায়েস্ত্রোর পক্ষে ম্যাচের ফল 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) ।

Last Updated : Jul 11, 2022, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.