ETV Bharat / sports

Pele Health Update: আশঙ্কাজনক ফুটবল সম্রাট পেলে, লড়াই চালিয়ে যাচ্ছেন, জানালেন তাঁর মেয়ে

author img

By

Published : Dec 26, 2022, 10:45 AM IST

Updated : Dec 26, 2022, 11:45 AM IST

হাসপাতালে ভরতি ফুটবল সম্রাট পেলে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে (Football Emperor Pele is Critical) ৷ তবে, তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন (Pele is Still in The Fight) বলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পেলের বড় মেয়ে ৷

Pele ETV BHARAT
আশঙ্কাজনক ফুটবল সম্রাট পেলে

সাও পাওলো, 26 ডিসেম্বর: আশঙ্কাজনক ফুটবল সম্রাট পেলে (Football Emperor Pele is Critical) ৷ তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ৷ বর্তমানে সাও পাওলোর হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ৷ তবে, তাঁর বড় মেয়ে কেলি ক্রিশ্চিনা নাসচিমেন্তো (Kely Cristina Nascimento) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, তাঁর বাবা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন (Pele is Still in The Fight) ৷ সংবাদ সংস্থা আইএএনএস এমনটাই জানিয়েছেন ৷

এদিন কেলি ক্রিশ্চিনা নাসচিমেন্তো হাসপাতালে পেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে 82 বছরের পেলের মুখের কিছুটা দেখা যাচ্ছে ৷ সেই ছবিতে পেলের মেয়ে লিখেছেন,"আমরা এখনও এখানে রয়েছি এবং লড়াইয়ে রয়েছি, বিশ্বাসের সঙ্গে রয়েছি ৷ একসঙ্গে আরও একটা রাত ৷" পেলেকে গত মাসের শেষের দিকে শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা এবং কেমোথেরাপির জন্য আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ পেলের বড় মেয়ে গত বুধবার জানিয়েছিলেন, তাঁর বাবাকে বড়দিন হাসপাতালেই পালন করতে হবে ৷ কারণ চিকিৎসকরা পেলেকে আরও বাড়তি সতর্কতার মধ্যে রাখতে চেয়েছিলেন ৷

পেলের দ্রুত সুস্থতা কামনা করে ফ্রান্স ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে গত সপ্তাহেই একটি বার্তা পাঠিয়েছিলেন ৷ সেখানে তিনি ফুটবল সম্রাটের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন । পেলের অনুরাগীদের প্রার্থনা করতেও অনুরোধ করেন বিশ্বকাপ ফাইনালে চারটি গোল করা ফরাসি তারকা ৷ সম্প্রতি শেষ হওয়া কাতার বিশ্বকাপের রাউন্ড 16-এর ম্যাচ জিতে ব্রাজিলের জাতীয় দলের ফুটবলাররাও তাঁর জন্য প্রার্থনা করেন ৷ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের শেষে ব্রাজিলের ফুটবলাররা মাঠে পেলের ছবি দেওয়া একটি ব্যানার নিয়ে প্রার্থনা করেন ৷

আরও পড়ুন: আবারও সংকটজনক পেলে, উদ্বেগে অনুরাগীরা

প্রসঙ্গত, ফিফার তরফেও বিশ্বকাপ চলাকালীন পেলের দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট করা হয়েছিল ৷ এমনকী কাতারের একটি বহুতলের উপর লেজার লাইটে পেলের প্রতিবিম্ব ফুটিয়ে তোলা হয় ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ফিফাকে ধন্যবাদ জানিয়েছিলেন পেলে ৷ আর্জেন্তিনা বিশ্বকাপ জয়ী হওয়ার পরেও পেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি ৷ সেখানে বিশ্বজয়ী আর্জেন্তিনা দলকে অভিনন্দন জানিয়েছিলেন ফুটবল সম্রাট ৷ এও উল্লেখ করেছিলেন, লিওনেল মেসি (Lionel Messi) এই বিশ্বকাপ জয়ের যোগ্য ৷ সেই পোস্টে দিয়েগো মারাদোনার প্রসঙ্গও তুলেছিলেন পেলে ৷

Last Updated : Dec 26, 2022, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.