ETV Bharat / sports

Durand Cup 2023: সুযোগ কাজে লাগাতে পারলে জয় পেতে সমস্যা হবে না, সেমির আগে আত্মবিশ্বাসী ফেরান্দো

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 8:42 PM IST

Updated : Aug 30, 2023, 10:48 PM IST

Etv Bharat
জুয়ান ফেরান্দো

এএফসি কাপ প্রাধান্যের তালিকায় অগ্রাধিকার পেলেও ডুরান্ড কাপ ফাইনালের টিকিট আপাতত পাখির চোখ সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর ৷ পাসের মায়াজালে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলতে চান মোহনবাগান সুপারজায়ান্টস কোচ । ম্যাচের আগে কী বললেন তিনি ?

খেলোয়াড়দের হাতে রাখি বেঁধে দিচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা

কলকাতা, 30 অগস্ট: মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে জয়ে আত্মতুষ্ট না-হয়ে নতুন লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট। লক্ষ্মীবারে ডুরান্ড কাপের সেমিফাইনালে সবুজ-মেরুনের প্রতিপক্ষ এফসি গোয়া। নতুন কোচ এবং দল নিয়ে কঙ্কন উপকূলের দলটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি । বিষয়টি জানেন বলেই সতর্ক বাগানের হেডস্যর। এএফসি কাপ তার প্রাধান্যের তালিকায় অগ্রাধিকার পেলেও ডুরান্ড কাপ ফাইনালের টিকিট আপাতত পাখির চোখ । ব্র্যান্ডন হামিল ছাড়া সকলেই সুস্থ । দিমিত্রি পেত্রাতোস চোখের সংক্রমণ সারিয়ে মাঠে ফিরেছেন। ফলে কামিংস, সাদিকু, পেত্রাতোস এবং হুগো বুমোসকে ঘিরে তৈরি আক্রমণের চতুর্ভূজ যে প্রতিপক্ষের ঘুম ওড়ানোর পক্ষে যথেষ্ট, তা বলার অপেক্ষা রাখে না ।

হামিল না-থাকলেও আনোয়ারকে সঙ্গে নিয়ে উসতে রক্ষণে নির্ভরতা দিচ্ছেন। এর পাশাপাশি মাঝমাঠে সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, মনবীর সিংরা আক্রমণ এবং রক্ষণে নেমে-উঠে প্রতিপক্ষের কাজটা করে তুলছেন । প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে ডুরান্ড কাপ এবং এএফসি কাপের খেলা খেলতে হলেও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা ধীরে ধীরে ডানা মেলতে শুরু করেছেন । মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে গাঁটমুক্তির পরে জুয়ান ফেরান্দো নিজেও দল নিয়ে লক্ষ্যটা উঁচু তারে বাধতে চাইছেন । তাই এএফসি কাপের কথা মাথায় রেখে চোট বাঁচিয়ে ডুরান্ড ফাইনালে ওঠার পথ খোঁজার কথা বলছেন । প্রতিপক্ষ এফসি গোয়া নিয়ে সমীহের সুর ।

"মুম্বইয়ের মত গোয়া যথেষ্ট ব্যালান্সড এবং ভালো দল । গতবারের গোয়ার সঙ্গে এবারের পার্থক্য রয়েছে । নোয়া, বরিস, ম্যাকহিউ, সন্দেশ ঝিঙ্গান, উদান্তা সিং'য়ের মতো ফুটবলার রয়েছে । তাই গুরুত্ব তো দিতেই হবে । আমাদের প্রধান লক্ষ্য এএফসি কাপে ভালো ফল করা । তাই ডুরান্ড কাপের ফাইনালে ওঠার কথা যেমন মাথায় থাকছে তেমনই চোট বাঁচিয়ে ম্যাচটা শেষ করার লক্ষ্য থাকছে । তাই দলের একাদশ এবং ফরমেশনে কিছু পরিবর্তন হতে পারে ।" পাসের মায়াজালে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলতে চান মোহনবাগান সুপারজায়ান্টস কোচ ।

সেভাবেই বুধের সন্ধেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ঝালিয়ে নিল হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোরা। সেটপিসে বাড়তি জোর ফেরান্দোর ক্লাসে। সেটপিসের সময় কোন ফুটবলারের অবস্থান কোথায় নিতে হবে সেটাও বুঝিয়ে দিলেন তিনি । পাশাপাশি পেনাল্টি শুট-আউট ঝালিয়ে নেওয়া হল টাই ভাঙার কথা মাথায় রেখে । "আমরা মুম্বইয়ের বিরুদ্ধে জিতেছি বলে গোয়ার বিরুদ্ধেও সহজে জয় পাব, তা ভাবার কোনও কারণ নেই । আমরা আত্মতুষ্ট নয় । তবে যে ছকে খেলতে চাইছি তার সঠিক প্রয়োগ করা সম্ভব হলে গোলের সুযোগ তৈরি হবে । তা কাজে লাগাতে পারলে জয় পাওয়া কঠিন হবে না ৷" আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দো।

দলের বিশ্বকাপার ফুটবলার জেসন কামিংস গোল পেয়ে আত্মবিশ্বাসী । সেমিফাইনালে দলের জয়ে ভূমিকা নিতে চান । তবে নিজের গোলের চেয়ে দলের জয়কে এগিয়ে রাখছেন অজি বিশ্বকাপার । বলছেন, "গোল করা আমার কাজ । অস্ট্রেলিয়াতে নিয়মিত গোল করেছি । এখানেও গোল পেতে শুরু করেছি । মানিয়ে নিতে আরও একটু সময় দরকার । এফসি গোয়ার খেলা আমি দেখিনি । ওদের শক্তি-দুর্বলতা জানি না । আমাদের দলে ভারতীয় দলের সাত আটজন ফুটবলার রয়েছেন । বিদেশীরা যথেষ্ট ভালো । নিজেদের সেরা নিংড়ে দিতে পারলে ডুরান্ড ফাইনালে ওঠা সমস্যা হবে না ।" কোচ এবং স্ট্রাইকারের মন্তব্যে মোহনবাগান সুপারজায়ান্টসের সাজঘরের রিংটোন পরিষ্কার । যা লক্ষ্মীবারের সন্ধ্যায় সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটানোর পূর্বাভাস ।

আরও পড়ুন : দু'গোলে পিছিয়ে পড়ে স্মরণীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে 19 বছর পর ডুরান্ড ফাইনালে লাল-হলুদ

Last Updated :Aug 30, 2023, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.