ETV Bharat / sports

CFL 2023: সুপার সিক্সে কার্যত নিশ্চিত মোহনবাগান, কলকাতা লিগে ফের ডার্বি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 8:33 PM IST

Mohun Bagan Super Giant beat Mohammedan SC: মোহনবাগান শেষ ম্যাচে ছ’গোলের ব্যবধানে পরাজিত হলেই একমাত্র শেষ ছয়ের তালিকা থেকে ছিটকে যেতে পারে । ফলে ডুরান্ড কাপে দু’টো ডার্বির পরে ফের কলকাতা লিগে আবার ডার্বি ।

Etv Bharat
Etv Bharat

কল্যাণী, 14 সেপ্টেম্বর: শেষ মিনিটের গোলে হার বাঁচাল মহমেডান স্পোর্টিং । দুরন্ত প্রত্যাঘাতেও শেষরক্ষা হল না মোহনবাগান সুপার জায়ান্টের । কল্যাণী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে 2-2 গোলে ড্র করল সবুজ-মেরুন । একই সঙ্গে কলকাতা লিগের সুপার সিক্সে জায়গা করে নিল গঙ্গাপাড়ের ক্লাব । মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে গোল কিয়ান নাসিরি এবং টাইসনের । রেমসাঙ্গা এবং শেখ ফৈয়াজ গোল করেছেন সাদা-কালো শিবিরের পক্ষে ।

এই ড্রয়ের ফলে গ্রুপ এ থেকে মহমেডান স্পোর্টিংয়ের ঝুলিতে গেল 29 পয়েন্ট ৷ ডায়মণ্ড হারবার এফসি 26 পয়েন্ট, কালীঘাট এমএস 24 এবং মোহনবাগান সুপার জায়ান্ট 24 পয়েন্টে দাঁড়িয়ে । সবুজ-মেরুন তাদের বারো নম্বর ম্যাচ ডায়মণ্ডহারবার এফসি’র বিরুদ্ধে খেলবে । কালিঘাট এমএসের বিরুদ্ধে ড্র করেছিল বাস্তব রায়ের দল । ফলে মুখোমুখি লড়াইয়ের ফলাফলের ওপর দাঁড়িয়েও মোহনবাগান সুপার জায়ান্ট কার্যত সুপার সিক্সে পৌঁছে গেল । একমাত্র মোহনবাগান শেষ ম্যাচে ছ’গোলের ব্যবধানে পরাজিত হলেই একমাত্র ছিটকে যেতে পারে ।

প্রাথমিক পর্বের পয়েন্ট যেহেতু যোগ হবে তাই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ । মিনি ডার্বির পরে এ গ্রুপ এবং বি গ্রুপ মিলিয়ে সুপার সিক্সের ছ’টি দল হল ইমামি ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাব, খিদিরপুর, মহমেডান স্পোর্টিং, ডায়মণ্ডহারবার এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট । এর ফলে ডুরান্ড কাপে দু’টো ডার্বির পরে ফের কলকাতা লিগে আবার ডার্বি ।

কলকাতা লিগের মিনি ডার্বি নিয়ে উত্তেজনা কম ছিল না । বৃষ্টিভেজা দিনে কল্যাণী স্টেডিয়ামে দু’দলের সমর্থকরা ভিড় জমিয়েছিলেন । বৃষ্টি কিছুটা সমস্যায় ফেলেছিল দু’দলকেই । ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক আক্রমণ মোহনবাগানের গোল লক্ষ্য করে হানতে থাকে মহমেডান ।

আরও পড়ুন: জর্ডনের বিকল্পের খোঁজে লাল-হলুদ, আইএসএলের অবস্থান নিয়ে ভবিষ্যদ্বাণী করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ

যদিও ম্যাচের 18 মিনিটে প্রথম সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগানই । অভিষেক সূর্যবংশীর শট বাঁচান মহামেডান গোলকিপার বিয়াকা । পরের মিনিটেই অবশ্য গোল পেয়ে যায় সাদা-কালো শিবির । ডানদিক থেকে উঠে এসে সেন্টার করার চেষ্টা করেন রেমসাঙ্গা । তাঁর নিরীহ শট মোহনবাগান গোলকিপার জাহিদ ধরতেই পারেননি । তাঁর পায়ের তলা দিয়ে বল গোলের মধ্যে ঢুকে যায় । গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন । ফের গোলের সুযোগ তৈরি করে মহমেডান । 23 মিনিটে গোললাইন সেভ করেন মোহনবাগানের রাজু বাসফোর । না-হলে ব্যবধান আরও বাড়ত । খেলার গতির বিপরীতে গোল হজম করার ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে বাগান । এই সময় বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল মুখে ব্যর্থতা সমতায় ফিরতে দেয়নি ।

26 মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল সবুজ-মেরুনের সামনে । কিয়ান নাসিরির শট প্রতিহত হলে, ফিরতি বল পান ভিয়ান মুরগদ । তাঁর শট যদিও বাইরে চলে যায় । প্রথমার্ধেই গোলরক্ষক পরিবর্তন করেন মোহনবাগান কোচ বাস্তব রায় । জাহিদের জায়গায় দেবনাথ মণ্ডলকে নামায় মোহনবাগান । দ্বিতীয়ার্ধে ত্রুটি শুধরে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড । আক্রমণের রেশ ধরেই সমতা ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট । গোল করেন কিয়ান নাসিরি । 58 মিনিটে তাঁর করা গোল সবুজ-মেরুনকে অক্সিজেন এনে দেয় । ডানদিকে অভিষেক সূর্যবংশীর ভাসানো সেন্টার দারুণভাবে বুকে নামিয়ে এগিয়ে আসা ডিফেন্ডার ও গোলরক্ষককে এড়িয়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন কিয়ান । এর আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান । এবার মহমেডানের বিরুদ্ধেও গোল পেলেন মোহনবাগান স্ট্রাইকার। তার থেকেও বড় কথা, দীর্ঘদিন পরে গোলের রাস্তা খুঁজে পেলেন জামশিদ নাসিরির পুত্র ।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ফুটবলার ছাড়া নিয়ে ফেডারেশনের উপর ক্ষুব্ধ, তবু ট্রফিতেই চোখ ফেরান্দোর

এগিয় থাকার সুবিধা হাতছাড়া । প্রতিপক্ষ রাশ তুলে নিয়েছে । এই অবস্থায় মরিয়া লড়াই শুরু করে মহমেডান স্পোর্টিং । 54 মিনিটে দীপেন্দু বিশ্বাসের হেড দুরন্ত তৎপরতায় বাঁচান মহমেডান স্পোর্টিং গোলরক্ষক । পরের মিনিটে রেমসাঙ্গার শট বাঁচান মোহনবাগান গোলরক্ষক দেবনাথ মণ্ডল । 80 মিনিটে টাইসনের অসাধারণ গোল । এই সময় মনে হয়েছিল ম্যাচ জয় মোহনবাগানের সময়ের অপেক্ষা । কিন্তু ম্যাচের অন্তিমলগ্নে প্রত্যাঘাত মহমেডানের । শেখ ফৈয়াজের গোলে হার বাঁচল সাদা-কালো শিবিরের । জয় হাতছাড়া মোহনবাগানের ।

ম্যাচ শেষে রেফারিং নিয়ে সরব সবুজ-মেরুন কোচ । অতিরিক্ত সময় ছ’মিনিট দেওয়া হয়েছিল । তা পেরিয়ে গেলেও রেফারি খেলা চালিয়েছিলেন বলে অভিযোগ তাঁর । এছাড়াও দলকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ । শেষ ম্যাচে টাইসন এবং এই ম্যাচে কিয়ান নাসিরিকে বক্সের মধ্যে ফাউল করা হলেও রেফারি পেনাল্টি দেননি বলে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সরব হন বাস্তব রায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.