ETV Bharat / sports

CFL 2023: ডেভিডের জোড়া গোলে পাঁচ বছর পর ইস্টবেঙ্গলকে হারাল মহমেডান

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 7:39 PM IST

মিনি ডার্বিতে একাদশে আটজন সিনিয়র দলের ফুটবলার রেখেছিলেন বিনো জর্জ । কার্লোস কুয়াদ্রাত ভিআইপি বক্সে বসেছিলেন । তাঁদের সামনেই মহমেডানের কাছে অসহায় আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 সেপ্টেম্বর: 2018-19 মরশুমে ফিলিপ আরজার গোলে শেষবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতেছিল মহমেডান স্পোর্টিং। পাঁচবছর পর বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে কলকাতা মিনি ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করল সাদা-কালো শিবির। ম্যাচের ফল 2-1 । জোড়া গোল করে সাদা-কালো শিবিরের জয়ের নায়ক ডেভিড । পেনাল্টি ইমামি ইস্টবেঙ্গলের একমাত্র গোল থেকে নন্দকুমারের। সবমিলিয়ে চলতি কলকাতা লিগে প্রথম হার লাল-হলুদের।

চলতি লিগে মহমেডান স্পোর্টিংয়ের ডেভিড 17টি গোল করে ফেললেন । এই জয়ের পরে মহমেডান 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে সবার ওপরে । 13 ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দাঁড়িয়ে থাকল 30 পয়েন্টে । ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলছেন, দিনটা তাঁদের ছিল না । দু’বার রক্ষণের ভুলে গোল হজম করার ধাক্কা সামলানো যায়নি । তবে তারা কলকাতা লিগ জয়ের দৌড় থেকে ছিটকে যাননি বলে দাবি করছেন তিনি ।

14 ম্যাচে 17 গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মহমেডান স্পোর্টিংয়ের ডেভিড সবার আগে । মিনি ডার্বিতে করা দুই গোল মা'কে উৎসর্গ করলেন মিজোরামের ফুটবলার । কলকাতা লিগে নতুন স্ট্রাইকারের খোঁজ চলছে । সেখানে ডেভিডের গোল করার নিয়মিত অভ্যাস আশার আলো । মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলছেন, ভারতীয় ফুটবলে স্ট্রাইকার সেভাবে নেই । সেখানে ডেভিডের এই পারফর্ম্যান্স অবশ্যই আশাব্যঞ্জক । ডেভিডকে তিনি হ্যাটট্রিকের জন্যও চেষ্টা করতে বলেছিলেন । সাদা-কালো শিবিরের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের আক্ষেপ, সুহেল ভাট ভারতীয় দলে ডাক পেলে ডেভিডের নাম কেন বিবেচনা করা হবে না ।

কলকাতা লিগে প্রথম পরাজয়। এই হার খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গলকে নিঃসন্দেহে পিছিয়ে দিল । মিনি ডার্বিতে একাদশে আটজন সিনিয়র দলের ফুটবলার রেখেছিলেন বিনো জর্জ। কেন এই বদল তার সঠিক ব্যখ্যা পাওয়া যায়নি । হয়তো আসন্ন আইএসএলের আগে দলের ভারতীয় ব্রিগেডকে দেখে নেওয়ার চেষ্টা । কার্লোস কুয়াদ্রাত ভিআইপি বক্সে বসেছিলেন। ক্লাবের ডেভেলপমেন্ট দলে আট পরিবর্তন যে ছন্দ নষ্ট করেছে সেটা বোধহয় চোখ এড়ায়নি ।

আরও পড়ুন: 10 জনের ওড়িশাকে গোলের মালা, দাপটে 'কলিঙ্গ জয়' সবুজ-মেরুনের

মূলত প্রতি আক্রমণে ভর দিয়ে লাল-হলুদ রক্ষণ ভাঙতে চেয়েছিল মহমেডান স্পোর্টিং । সেই লক্ষ্যে তারা সফল । ম্যাচের পাঁচ এবং আটত্রিশ মিনিটে গোল ডেভিডের । লাল-হলুদ রক্ষণের দুই সাইডব্যাক নিরঞ্জন মণ্ডল এবং এডুইন ভন্সপালের ভুলে গোলের পথ তৈরি করেন রেমসাঙ্গা এবং অধিনায়ক আদিঙ্গা । দু’গোলে পিছিয়ে পড়ার ধাক্কায় লাল-হলুদ ব্রিগেড নড়বড়ে হয়ে যায় । এই সময় মহমেডান স্পোর্টিং ব্যবধান বাড়াতে পারত । কিন্তু গোল মুখে ডেভিডকে রুখে অবস্থা সামাল দেয় পদ্মাপাড়ের ক্লাব ।

বিরতির পরে খেলার রাশ তুলে নেয় ইস্টবেঙ্গল । কিন্তু চাপ বাড়ালেও গোলের মুখ খুলতে ব্যর্থ লাল-হলুদ । মহমেডান স্পোর্টিং রক্ষণে ভালো খেললেন ইরশাদ । 58 মিনিটে বক্সের মধ্যে তাঁর হাতে শৌভিক চক্রবর্তীর নেওয়া শট লাগলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল । স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি নন্দকুমার । বাকি সময় আক্রমণের চাপ বাড়ালেও ইস্টবেঙ্গল গোলের মুখ খুলতে ব্যর্থ । পাঁচ বছর পরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মহমেডান স্পোর্টিংয়ের । এই জয় তাদের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিকের দিকে এগিয়ে দিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.