AFC Cup 2023: 10 জনের ওড়িশাকে গোলের মালা, দাপটে 'কলিঙ্গ জয়' সবুজ-মেরুনের

AFC Cup 2023: 10 জনের ওড়িশাকে গোলের মালা, দাপটে 'কলিঙ্গ জয়' সবুজ-মেরুনের
ডুরান্ড কাপ জয়ের রেশ ধরেই এএফসি কাপে ঝলমলে শুরু মোহনবাগান সুপার জায়ান্টের। ওড়িশা এফসিকে 4-0 গোলে উড়িয়ে দিল বাগান শিবির ৷ আগামী 23 তারিখ আইএসএলে অভিযান শুরু করবে জুয়ান ফেরান্দোর দল। তার আগে কলিঙ্গ স্টেডিয়ামে আজকের জয় আরও বিধ্বংসী রূপে মোহনবাগান সুপার জায়ান্টকে মেলে নিশ্চিতভাবে ধরবে।
কলকাতা, 19 সেপ্টেম্বর: দাপটে কলিঙ্গ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। এএফসি কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসিকে 4-0 গোলে উড়িয়ে দিল জুয়ান ফেরান্দোর দল। দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলের পাশে স্কোরবোর্ডে নাম লিস্টন কোলাসোর। সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচে প্রথমার্ধে খেলার নিরিখে অ্যাডভান্টেজ জুয়ান ফেরান্দোর দল।
ডুরান্ড কাপে ধীরে ধীরে সবুজ মেরুনের পারফরম্যান্সে বোঝাপড়া গড়ে উঠছিল। এএফসি কাপের ম্যাচে যেন তারই উজ্বল প্রকাশ। প্রথম থেকেই হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ম্যাচের নিয়ন্ত্রক। চোট জনিত অনিশ্চয়তা সরিয়ে প্রথম একাদশে শুভাশিস বসু। পাঁচ বিদেশি নিয়ে দল সাজিয়ে ছিলেন জুয়ান ফেরান্দো। আর্মান্দো সাদিকুকে মাঝমাঠে ডিথেন্সিভ ব্লকার করে রক্ষণ সামলানোর ভার ব্র্যান্ডন হামিল এবং আনোয়ার আলিকে দিয়েছিলেন। হুগো বুমোস, আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসে আক্রমণ এবং মাঝমাঠের ভার দিয়েছিলেন।
অন্যদিকে, সার্জিও লোবেরোর দল নামের ভারে জর্জরিত। মুর্তাদা ফল এবং জাহু মুম্বই সিটি এফসি থেকে ওড়িশা এফসিতে যোগ দিয়েছেন। বেঙ্গালুরু এফসি থেকে যোগ দিয়েছেন রয় কৃষ্ণ। কিন্তু এই তিন বিদেশি এখন অতীতের ছায়া। বিশেষ করে রয় কৃষ্ণ। যে আগ্রাসী ফুটবল ফিজিয়ান স্ট্রাইকারের পায়ে ছিল, তা অতীত মাত্র। এর ওপর বিরতির আগে 43 মিনিটে মুর্তাদা ফলের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া মোহনবাগান সুপার জায়ান্টের সুবিধা করে দেয়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে গোল করে এগিয়ে যায় সবুজ মেরুন।
-
What a WIN! Sahal’s powerful finish, Dimi’s double and Liston’s brilliant header secure a 4-0 win over Odisha FC! 🔥
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 19, 2023
Joy Mohun Bagan 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ZIrdsQb9cp
হুগো বুমোসের বাড়ানো পাস থেকে দলের হয়ে প্রথম গোল সাহাল আব্দুল সামাদের। কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণের নেতৃত্বে হুগো বুমোস। ফরাসি মিডফিল্ডার বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে ভালোবাসেন। ওড়িশা এফসির বিরুদ্ধে পুরো দলকে দক্ষ অ্যারেঞ্জারের মত চালনা করলেন। 68 মিনিটে সাহাল আব্দুল সামাদের পাস থেকে দু'নম্বর গোল দিমিত্রি পেত্রাতোসের। অস্ট্রেলিয়ান বিশ্বকাপার হুগো বুমোসের মতো একই রকম বিধ্বংসী।
82 মিনিটে দলের চার নম্বর গোলও তাঁর। ম্যাচের 79 মিনিটে তিন নম্বর গোল সাহাল আব্দুল সামাদের পরিবর্তে মাঠে নামা লিস্টন কোলাসোর। গোলশূন্য প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে চার গোলে এএফসি'তে দারুণ শুরু সবুজ-মেরুনের।
