ETV Bharat / sports

UEFA Champions League : সাত গোলের ম্যাচে নায়ক বেঞ্জেমা, এক গোলের ভরসায় মাদ্রিদের পথে সিটি

author img

By

Published : Apr 27, 2022, 7:33 AM IST

গুয়ার্দিওলা-আন্সেলোত্তির ফুটবল মস্তিষ্কের ম্যাচে নায়ক বেঞ্জেমা । রিয়াল হারলেও ফের জাত চেনালেন ফরাসি তারকা । চলতি চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যায় লেওয়ানডস্কিকে টপকে গেলেন ফরাসি জাদুকর । এই মুহূর্তে রিয়াল স্ট্রাইকারের নামের পাশে 14টি গোল (Manchester City beat Real Madrid) ।

Champions League News
চ্যাম্পিয়নস লিগ

ম্যাঞ্চেস্টার, 27 এপ্রিল : হাইভোল্টেজ ম্যাচে ম্যাঞ্চেস্টারের জয়েও নায়ক বেঞ্জেমা । ঘরের মাঠে গুয়ার্দিওলার ছেলেদের মাথাব্যথা ছিল ফরাসি ফুটবলার । দিনের শেষে ফুটবল জাদুকরের পায়েই লড়াইয়ে থাকল রিয়াল । এতিহাদ স্টেডিয়ামে 4 গোল করলেও এদিন 3 গোল হজম করতে হল রদ্রি, লাপোর্তেদের (Manchester City beat Real Madrid in UEFA Champions League Semifinal) ।

দ্বিতীয় লেগে স্পেনের বিমানে চড়ার আগে গোলপার্থক্য বাড়িয়ে জয় পেতে মরিয়া ছিল সিলভা, ফডেনরা । সেই লক্ষ্যে আক্রমণাত্মক শুরু করেছিল 'স্কাই ব্লুস'রা । ম্যাচের 2 মিনিটের মাথাতেই গোল কেভিন দে ব্রুইনার । 11 মিনিটে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসাস । দু'গোলে পিছিয়ে ব্যাকফুটে চলে যাওয়া রিয়াল ম্যাচে ফেরে 33 মিনিটে । দুরন্ত দৌড়ে জিনছেঙ্কোকে পেছনে ফেলার পর গোল করতে ভুল করেননি বেঞ্জেমা ।

প্রথমার্ধে যে জায়গায় শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে ঠিক সেখান থেকেই শুরু করে সিটি । 53 মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়ান ফিল ফডেন । দু'মিনিটের মাথাতেই ব্যাবধান কমান ভিনিসিয়াল জুনিয়র । 74 মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ব্রিটিশ ক্লাব । বার্নান্দো সিলভার গোল অবশ্য খানিকটা ভুল বোঝাবুঝিতে । বক্সের বাইরে পড়ে গিয়েছিলেন দে ব্রুইন । ফাউলের আবেদন জানাতেও শুরু করেন বেলজিয়ান স্ট্রাইকার । সে দিকেই নজর ছিল কুর্তোয়ার । রিয়ালের শেষ প্রহরীর অন্যমনস্কতার সুযোগে জোরালো শটে জালে বল জড়ান পর্তুগিজ ফুটবলার । 82 মিনিটে লাপোর্তের হ্যান্ডবলে পেনাল্টি পায় রিয়াল । পানেনকায় নিজের দ্বিতীয় গোল করেন বেঞ্জেমা ।

  • ⏰ RESULT ⏰

    What a game. What a competition. A Champions League classic.

    🔵 De Bruyne, Jesus, Foden & Bernardo Silva net for Man. City
    ⚪️ Benzema (2) & Vinícius Júnior score in Manchester for visitors

    🤯 Sum up this first-leg thriller in one word!#UCL

    — UEFA Champions League (@ChampionsLeague) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বুন্দেসলিগায় ফের বায়ার্ন-রাজ, এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা

চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত 14 গোল করে ফেলেছেন ফরাসি ফুটবলার । এতিহাদে নামার আগে গোল সংখ্যায় তাঁর আগে ছিলেন বায়ার্নের রবার্ট লেওয়ানডস্কি । বুন্দেসলিগা জয়ীরা শেষ চারে না ওঠায় পোলিশ স্ট্রাইকারকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বেঞ্জেমার সামনে । দু'গোলে তাই করলেন ফরাসি জাদুকর । শেষ 4 ম্যাচে 9 গোল করে ফেললেন বেঞ্জেমা ।

এই মূহূর্তে লা লিগা প্রায় ঘরে তুলে ফেলেছে রিয়াল । অন্যদিকে, প্রিমিয়র লিগ জয়ের দৌড়ে সবার প্রথমে রয়েছে 'স্কাই ব্লুস'রা । নিজেদের ট্রফির সংখ্যা বাড়ানো লক্ষ্য থাকবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, তেমনই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে মরিয়া গতবারের রানার্স-আপ রাও । সেই লক্ষ্যেই এক গোলে এগিয়ে থেকে বেনার্বাউতে নামবে গুয়ার্দিওলা অ্যান্ড কোং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.