ETV Bharat / sports

Jeremy Lalrinnunga: মীরাবাঈয়ের পর 19 বছরের জেরেমি, ভারোত্তোলনে দ্বিতীয় সোনা ভারতের

author img

By

Published : Jul 31, 2022, 5:38 PM IST

Updated : Aug 1, 2022, 11:33 AM IST

Jeremy Lalrinnunga
মীরাবাঈয়ের পর 19 বছরের জেরেমি, ভারোত্তলনে দ্বিতীয় সোনা ভারতের

সঙ্কেত সরগরের রুপো এবং পি গুরুরাজার ব্রোঞ্জের পর সোনা জিতছেন চানু ৷ ভারোত্তোলনে রূপো জিতেছেন বিন্দিয়ারানিও ৷ এবার ফের ভারোত্তোলনে পদকের খাতায় নাম তুলল ভারত ৷ দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি লালরিন্নুঙ্গা (Jeremy Lalrinnunga Wins Gold))৷

বার্মিংহাম, 31 জুলাই: কমনওয়েলথ গেমসে এবার শুরুটা বেশ ভালই হয়েছে ভারতের ৷ সঙ্কেত সরগরের রুপো এবং পি গুরুরাজার ব্রোঞ্জের পর সোনা জিতছেন চানু ৷ ভারোত্তোলনে রূপো জিতেছেন বিন্দিয়ারানিও ৷ এবার ফের ভারোত্তোলনে পদকের খাতায় নাম তুলল ভারত ৷ দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি লালরিন্নুঙ্গা ৷ 300 কেজির বেশি ভারোত্তলন করে সোনার পদক গলায় পরলেন এই 19 বছরের এই তরুণ(Jeremy Lalrinnunga Wins Gold)৷

এর আগে 15 বছর বয়সে যুব অলিম্পিকেও নজর কেড়েছিলেন মিজোরামের জেরেমি ৷ যুব অলিম্পিকে সোনা জেতার পর এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও ৷ এদিন প্রথমে 154 কেজি ভার তুলতে গিয়েই পায়ে চোট পান তিনি ৷ তবে ফের তিনি ফিরে আসেন 160 কিলো তুলতে ৷ 165 কিলো তোলার জন্যও চেষ্টা করেন এই খেলোয়াড় তবে শেষ পর্যন্ত আর শরীর সঙ্গে দেয়নি ৷ তবে স্ন্যাচিংয়ে 67 কিলো বিভাগে রেকর্ড করেন এই ভারোত্তোলক ৷ 140 কেজি তুলে এই রেকর্ড গড়লেন তিনি ৷ সবমিলিয়ে এবার ভারতের এখনও পর্যন্ত পাঁচটি পদকই এসেছে ভারোত্তোলনে ৷

আরও পড়ুন: ভারোত্তোলনে মহিলাদের 55 কেজি বিভাগে রুপো জয় বিন্দিয়ারানি দেবীর

মিজোরামের আইজলে জন্ম জেরেমির ৷ মাত্র 19 বছরের এই খেলোয়াড়ের জেদ আজ স্তব্ধ করে দিয়েছে গোটা ভারতকে ৷ ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 165 কিলো তুলে তিনি রেকর্ড করতে পারেননি ঠিকই ৷ থামতে হয়েছে 160 কিলো তুলেই ৷ যন্ত্রণার কাছে হার না মেনে যে প্রয়াস চালিয়েছিলেন তিনি, তা চোখে লেগে থাকবে সকলেরই ৷

Last Updated :Aug 1, 2022, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.