ETV Bharat / sports

ISL 2022-23: প্রথম তিনের লক্ষ্যে হায়দরাবাদের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে মরিয়া এটিকে মোহনবাগান

author img

By

Published : Feb 13, 2023, 10:23 PM IST

ISL 2022-23 ETV BHARAT
ISL 2022-23

হায়দরাবাদ এফসি-কে হারাতে পারলেই আইএসএল (ISL 2022-23)-এর প্রথম তিনে উঠে আসবে এটিকে মোহনবাগান ৷ তবে, সেই লক্ষ্যে মোহনবাগানের বড় চিন্তা চোট ও কার্ড সমস্যা ৷

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি: হুগো বুমোসের চোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ফরাসি মিডফিল্ডার গত ম্যাচে মাঠে নামতে না পারায় ছন্দহীন দেখিয়েছে এটিকে মোহনবাগানকে ৷ জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ করার থেকেও বড় কথা মেরিনার্সদের প্রত্যাশিত আগ্রাসন খেলায় দেখা যায়নি ৷ এবার সামনে হায়দরাবাদ এফসি (Hyderabad FC vs ATK Mohun bagan) ৷ তাদের বিরুদ্ধে মাঠে নামার আগে চোট-আঘাত বড় চিন্তা জুয়ান ফেরান্দোর ৷

হুগো বুমোসের চোট জল্পনার মধ্যেই কুচকির চোটে কাবু হয়ে কার্ল ম্যাকহিউ বাইরে ৷ কার্ড সমস্যায় নেই শুভাশিস বসু ৷ আশিক কুরিয়ানও নেই দলে ৷ সব মিলিয়ে ভারসাম্য রেখে প্রথম একাদশ বাছতে সমস্যায় পড়েছেন সবুজ-মেরুন কোচ ৷ জুয়ান ফেরান্দো বলছেন, “প্রথম ছয়ে জায়গা নিশ্চিত ৷ তাই নিয়ে চিন্তা করছি না ৷ তার বদলে আমাদের চিন্তায় প্রথম তিনে জায়গা করে নেওয়া ৷” হায়দরাবাদ এফসিকে হারাতে পারলেই কেরালা ব্লাস্টার্সকে টপকে তিনে ঢুকে পড়বে এটিকে মোহনবাগান ৷

হায়দরাবাদ এফসি বেশ ভালো ছন্দে রয়েছে ৷ তাই ঘরের মাঠে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত হচ্ছে হলুদ-কালো ব্রিগেড ৷ চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে হুগো বুমোসের গোলে হায়দরাবাদ এফসিকে হারিয়েছিল এটিকে মোহনবাগান ৷ ব্যক্তিগত দক্ষতায় সেদিন ম্যাচ বের করেছিলেন বুমোস ৷ কিন্তু, ফিরতি ম্যাচে সেই ফরাসি মিডফিল্ডারের চোট নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না কোচ জুয়ান ফেরান্দো ৷ দলের সঙ্গেই বল নিয়ে অনুশীলন করছেন তিনি ৷

কোচ জুয়ান ফেরান্দো বলছেন দলের মেডিক্যাল টিম বিষয়টি দেখছে ৷ তাই তাদের সবুজ সংকেতের পরেই হুগো বুমোসকে পাওয়া যাবে কি না তা বোঝা যাবে ৷ চোট এবং কার্ড সমস্যার পাশাপাশি এটিকে মোহনবাগানের চিন্তা ডিফেন্স ৷ ব্র্যান্ডন হামিল বলছেন, ‘‘সাফল্য ব্যর্থতা দলের সকলের উপর নির্ভর করে ৷ তাঁরা যেমন রক্ষণ সামলাচ্ছেন গোল করাতেও অংশ নিচ্ছেন ৷ তাই হায়দরাবাদের বিরুদ্ধেও একই কাজ করবেন ৷’’

আরও পড়ুন: এগিয়ে গিয়েও হার, সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে বিদায়ের আশঙ্কা বাংলার

জুয়ান ফেরান্দো জানাচ্ছেন, তাঁর দল একাধিক গোলের সুযোগ তৈরি করছে ৷ তাই গোল দলের কোন ফুটবলার করবে তা নিয়ে তিনি চিন্তিত নন ৷ তবে, দ্রিমিত্রি পেত্রাতোস গোলের মধ্যে থাকায় কোচ ফেরান্দো নিশ্চিন্তে রয়েছেন ৷ সব মিলিয়ে চোট, কার্ড সমস্যা সরিয়ে ডিফেন্সে ফাঁকফোকড় সারিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে জয় নিশ্চিত করে প্রথম তিনে ঢুকতে চাইছে এটিকে মোহনবাগান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.