ETV Bharat / sports

Mohammedan Sporting Club: মতপার্থক্যে এবার মহামেডান স্পোর্টিং থেকে লগ্নি প্রত্যাহার বাঙ্কারহিলের

author img

By

Published : Apr 17, 2023, 9:10 PM IST

Mohammedan Sporting Club TV BHARAT
Mohammedan Sporting Club

মহমেডান স্পোর্টিং থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে চলেছে লগ্নিকারী বাঙ্কারহিল স্পোর্টস ৷ সংস্থার কর্ণধার এমনটাই ইঙ্গিত দিয়েছেন ৷ ক্লাব কর্তাদের পুরনো ধ্যান ধারণার বিরোধী লগ্নিকারীরা ৷ ক্লাব কর্তারাও নতুন পন্থা অবলম্বনে রাজি নয় ৷ আই এই বিচ্ছেদ বলে শোনা যাচ্ছে ৷

কলকাতা, 17 এপ্রিল: লগ্নিকারী বাঙ্কারহিলের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে মহমেডান স্পোর্টিংয়ের ৷ ক্লাবের বর্তমান কর্তাদের অসহযোগিতার কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাঙ্কারহিলের কর্ণধার দীপক সিং ৷ ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই সম্ভবত লগ্নিকারী সংস্থার সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের ৷ বাঙ্কারহিল এতদিন এই ক্লাবের লগ্নিকারী হিসেবে কাজ করছিল ৷ পারস্পরিক মতভেদ হলেও গাঁটছড়া কখনই বিচ্ছেদের দিকে যায়নি ৷ কিন্তু, শেষপর্যন্ত তাল কাটল ৷

কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ চলছিল ৷ কিন্তু, এবার ক্লাবের সঙ্গে মতভেদ যে জায়গায় গিয়েছে, তাতে একসঙ্গে চলা সম্ভব নয় বলে জানাচ্ছেন লগ্নিকারি সংস্থার কর্তা দীপক কুমার সিং ৷ এটা ঠিক ক্লাবে লগ্নিকারী আসলেও মহমেডানের সাফল্য সেভাবে আসেনি ৷ সদ্য শেষ হওয়া মরশুমে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেনি সাদা-কালো ব্রিগেড ৷ ডুরান্ড কাপের পর আই লিগেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা ৷ বাঙ্কারহিল কর্তারা ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন, 2 বছরের মধ্যে আই লিগ জিতে ময়দানের অন্য দুই বড় ক্লাবের মতো মহামেডানও দেশের সর্বোচ্চ লিগ, আইএসএল-এ খেলবে ৷

যদিও সেই স্বপ্ন অধরা রয়ে গিয়েছে ৷ মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ জানিয়েছেন, তাঁদের ক্লাব সমর্থকদের ভিত্তির উপরে দাঁড়িয়ে ৷ সেখানে সাফল্য না আসলে দায় নিতেই হবে ৷ কোনও ব্যক্তি বা সংস্থা অপরিহার্য নয় ৷ মতের আদান-প্রদান ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকে ৷ তবে কোনও সংস্থা চলে গেলেও মহমেডান ক্লাব তার জায়গাতেই থাকবে ৷ ফুটবলে সাফল্য না আসলেও, মহিলাদের ক্রিকেট লিগে জয় পেয়েছে মহামেডান ৷ সেই সঙ্গে সিএবি ক্রিকেট লিগের মূলপর্বেও ওঠে তারা ৷ কিন্তু, এর পরেও লগ্নিকারী সংস্থার সঙ্গে দূরত্ব কেন ?

দীপক কুমার সিং জানিয়েছেন, তাঁরা ক্লাবের উন্নতির জন্যই বরাবর কাজ করতে চেয়েছেন ৷ কিন্তু, ক্লাব কর্তাদের চিন্তাভাবনার সঙ্গে অনেক ক্ষেত্রেই একমত হতে পারেননি তাঁরা ৷ ফলে দূরত্ব বাড়ছিল ক্রমশই ৷ প্রসঙ্গত ক্লাব এবং লগ্নিকারীর মধ্যে এটিই চুক্তির শেষ বছর ছিল ৷ তার আগেই গোল্ডেন হ্যান্ডসেক করে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন দীপক কুমার সিং ৷

আরও পড়ুন: লোবেরা নিয়োগে চিন কাঁটা, নিষ্পত্তি কীভাবে জানে না ইস্টবেঙ্গল

সামনেই ঈদ, আর এখন পবিত্র রমজান মাস চলছে ৷ তাই এখনই সরকারি ঘোষণা করার পথে হাঁটতে নারাজ তারা ৷ রমজান মাসের পর ঈদ উৎসবের আবহ কাটলেই সাংবাদিক সম্মেলন করে অফিসিয়ালি জানানো হতে পারে এই সিদ্ধান্ত ৷ যদিও, ড্যামেজ কন্ট্রোল করার মরিয়া চেষ্টা ক্লাবের পক্ষ থেকে চালানো হচ্ছে ৷ তবে, তা বাড়তি জোর দিয়ে নয় ৷ ফলে বলা যায় লগ্নিকারী তাদের অবস্থান জানালেও ক্লাব কর্তারা কী পদক্ষেপ নেন এবং এই সমস্যা কীভাবে মেটে সেটাও দেখার ৷ নচেৎ ফের আরেকবার ময়দান লগ্নি চলে যাওয়া দেখবে ৷ যা বাংলার ফুটবলের পক্ষে কখনই ভালো লক্ষণ নয় ৷

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার মহামেডানের সঙ্গে বাঙ্কারহিলের বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল ৷ যদিও, আলোচনার টেবিলে সমস্ত সমস্যা মিটিয়ে নেয় দুই পক্ষ ৷ ফলে সমস্যা খুব বেশিদূর এগোয়নি ৷ এ ক্ষেত্রেও কি ঠিক সেই রকমই কিছু হবে ? কলকাতা ময়দানে বিনিয়োগকারীদের সঙ্গে ক্লাব কর্তাদের ঝামেলা নতুন নয় ৷ ইস্টবেঙ্গলের শেষ পাঁচ বছরে দু’বার এমনটা ঘটেছে ৷ কোয়েস্ট ও শ্রী সিমেন্টের সঙ্গে লাল-হলুদ বিচ্ছেদ দেখেছে ময়দান ৷ প্রত্যেক ক্ষেত্রেই বিনিয়োগকারীদের দাবি ছিল, পুরোনো ধ্যানধারণা নিয়ে ক্লাব চালাতে চাইছেন কর্তারা ৷ আর এক্ষেত্রেও অভিযোগ প্রায় একই ৷ তাই সাবেক ধারণা আঁকড়ে বসে থাকা কর্তারা এবং লগ্নিকারীদের সম্পর্কের টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত ফুটবল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.