ETV Bharat / sports

Wrestlers Unhappy with Committee: তদারকি কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়নি, ক্ষোভপ্রকাশ কুস্তিগীরদের

author img

By

Published : Jan 24, 2023, 10:08 PM IST

ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ কুস্তিগীরদের (Wrestlers Unhappy with Committee) ৷ মেরি কমের নেতৃত্বে তদারকি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি গঠনের জন্য তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

Wrestlers Unhappy with Committee ETV BHARAT
Wrestlers Unhappy with Committee

নয়াদিল্লি, 24 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে তদারকি কমিটি গঠন করা হয়েছে ৷ যে কমিটি গঠন নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং সরিতা মোর (Indian Wrestlers Unhappy With Sports Ministry) ৷ অভিযোগ করলেন, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কমিটি গঠনের আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে ৷ কিন্তু, গতকাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তদারকি কমিটি গঠন করেছেন ৷ তা চূড়ান্ত করার আগে অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করা হয়নি ৷

সোমবার সকালে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুর 5 সদস্যের তদারকি কমিটি গঠন করেন ৷ যে কমিটি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখবে ৷ পাশাপাশি, ফেডেরেশনের রোজকার কাজকর্ম সামলাবে ৷ যে কমিটির নেতৃত্বে রয়েছেন অলিম্পিক্সে পদক জয়ী বক্সার মেরি কম ৷ যে কমিটি নিয়ে এদিন ক্ষোভপ্রকাশ করে একই টুইট করেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷

  • हमें आश्वासन दिया गया था कि Oversight Committee के गठन से पहले हमसे परामर्श किया जाएगा। बड़े दुख की बात है कि इस कमेटी के गठन से पहले हमसे राय भी नहीं ली गई. @narendramodi @AmitShah @ianuragthakur

    — Sakshee Malikkh (@SakshiMalik) January 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই তদারকি কমিটির বাকি 4 সদস্য হলেন, অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মিশন অলিম্পিক্স সেলের সদস্য ত্রুপ্তি মুরগুন্ডে, প্রাক্তন টপস চিফ এক্সিকিউটিভ অফিসার রাজাগোপালান এবং সাই-এর প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর (দল) রাধিকা শ্রীমান ৷ কুস্তিগীররা যে টুইটটি এদিন করেছেন ৷ তাতে বলা হয়, ‘‘আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, তদারকি কমিটি গঠনের আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হবে ৷ এটা খুবই দুঃখজনক যে এই কমিটি গঠনের আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি ৷’’ টুইটটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয় ৷

  • हमें आश्वासन दिया गया था कि Oversight Committee के गठन से पहले हमसे परामर्श किया जाएगा। बड़े दुख की बात है कि इस कमेटी के गठन से पहले हमसे राय भी नहीं ली गई. @narendramodi @AmitShah @ianuragthakur

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) January 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে বিরাট-রোহিতকে বিশ্রাম

উল্লেখ্য, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা এবং মানসিকভাবে চাপ তৈরি করার অভিযোগ উঠেছে ৷ যার প্রতিবাদে যন্তর-মন্তরে 3 দিন ধরে ধরনায় বসেন, ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া-সহ জাতীয় স্তরের কুস্তিগীররা ৷ চাপের মুখে ব্রিজভূষণ শরণ সিংকে সভাপতি পদ থেকে তদন্ত না হওয়া পর্যন্ত পদ থেকে সরিয়ে দেয় ক্রীড়ামন্ত্রক ৷ আশ্বস্ত করা হয়, কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হবে ৷ সেই কমিটি নিয়েই এবার সরব হলেন কুস্তিগীররা ৷

আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে মেরি কম নেতৃত্বাধীন কমিটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.