Rahul Dravid on Player Rotation: টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে বিরাট-রোহিতকে বিশ্রাম

author img

By

Published : Jan 24, 2023, 5:13 PM IST

Rahul Dravid on Player Rotation ETV BHARAT

বিরাট ও রোহিতকে টি-20 সিরিজে না-রাখার কারণ ব্যাখ্যা করলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid on Player Rotation) ৷ জানালেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে এই দুই সিনিয়র ক্রিকেটার-সহ কয়েকজনকে টি-20 সিরিজগুলিতে বিশ্রাম দেওয়া হচ্ছে ৷

ইন্দোর, 24 জানুয়ারি: সময়ের সঙ্গে প্রয়োজন বুঝে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটকে গুরুত্ব দেওয়ার কথা বললেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Team India Prioritise Certain Formats at Various Stages) ৷ সেই কারণেই, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে টি-20 সিরিজগুলিতে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানালেন জিমি ৷ তাঁর কথায়, ‘‘এই মুহূর্তে ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করা এবং ক্রিকেট বিশ্বকাপ ৷ তাই বর্ডার-গাভাসকর ট্রফির 4 ম্যাচের টেস্ট সিরিজের আগে রোহিত এবং কোহলিকে বিশ্রাম দেওয়া হচ্ছে ৷’’

অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জঘন্য হার এখনও কাঁটা মতো বিঁধে রয়েছে রাহুল দ্রাবিড়-সহ পুরো ভারতীয় দলের মনে ৷ কিন্তু, অতীততে ভুলে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ ৷ আর সেটাই করছেন বলে জানালেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ জানালেন এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্বপূর্ণ 50 ওভারের বিশ্বকাপ এবং তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করা ৷ তাই অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে প্রতিটি ওয়ান ডে ম্যাচে খেলানো হচ্ছে বলে জানিয়েছেন রাহুল ৷

ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ান ডে খেলবে ভারত ৷ তার আগে সাংবাদিক বৈঠকে এসে বিরাট-রোহিতকে বিশ্বকাপের পর থেকে টি-20 সিরিজ না খেলানো নিয়ে প্রশ্ন করা হয় ৷ এমনকি, কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজেও নেই রোহিত, বিরাট-সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ৷ এই সিরিজেও অধিনায়ক বাছা হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷

এনিয়ে সাংবাদিকদের রাহুল বলেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে আমাদের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টে টেস্ট ম্যাচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ সেখানে রোহিত এবং বিরাটকে আমরা তরতাজা দেখতে চাই ৷ আর তারপরেই 50 ওভারের বিশ্বকাপ ৷ তাই রোহিত, বিরাট এবং আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে আমরা মাঝে মধ্যেই বিশ্রাম দিচ্ছি ৷ কিন্তু, ওদের শেষ ছ’টি ওয়ান ডে-র সবক’টি খেলানো হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৷’’

আরও পড়ুন: আইসিসি’র বর্ষসেরা টি-20 একাদশে ভারতের তিন

উল্লেখ্য, আগামী 27 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারত ৷ শেষ ম্যাচ 1 ফেব্রুয়ারি ৷ তারপর মাঝে এক সপ্তাহের বিরতি ৷ 9 ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ এই সিরিজ 2-0 বা 3-1 ফলাফলে ভারতকে জিততেই হবে জুলাই মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ৷ অস্ট্রেলিয়া 72 শতাংশ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে কার্যত ফাইনালে পৌঁছে গিয়েছে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ তবে, দক্ষিণ আফ্রিকার কাছে সুযোগ রয়েছে ভারতকে টপকে যাওয়ার ৷ তাই অজিদের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা সুনিশ্চিত করাই লক্ষ্য ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.