ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডে মেয়েদের জয়জয়কার! সিফটের হাত ধরে পঞ্চম সোনা ভারতের, রুপো জিতলেন এষা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 11:28 AM IST

Updated : Sep 27, 2023, 1:18 PM IST

শুটিংয়ে পদকের পর পদক আসছে ভারতের ঝুলিতে ৷ এখনও পর্যন্ত ভারত মোট 20টি মেডেল জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে 5টি সোনা, 6টি রুপো ও 9টি ব্রোঞ্জ। সেখানে আজ সকাল থেকে শুটিংয়েই ছ'টি সোনা জিতল ভারত ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: পঞ্চম সোনা এল ভারতের ঝুলিতে ৷ চতুর্থ দিনের শুরুতে শুটিংয়ের মেয়েদের দলগত বিভাগের দুটি ইভেন্টে রুপো ও সোনা এসেছে ৷ এরপর মিলল আরও খুশির খবর ৷ পঞ্চম সোনা পেল ভারত। সেইসঙ্গে শুটিংয়ের ব্যক্তিগত দু'টি ইভেন্টে সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে ৷ তার কৃতিত্ব দুই মেয়েরই ৷ পাশাপাশি শুটিংয়ে ছেলেদের দলগত বিভাগেও এল ব্রোঞ্জ এবং সেলিংয়েও ভারত পেল ব্রোঞ্জ ৷ এছাড়াও মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রুপো জিতলেন এষা ৷

বুধবার সকাল থেকেই দাপট দেখাচ্ছেন ভারতীয় শুটাররা। মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনসের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন সিফট কউর সামরা। সেই একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সি। অল্পের জন্য রুপো জেতার সুযোগ হাতছাড়া হয়েছে আশির। শেষ প্রচেষ্টা খারাপ হওয়ায় ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হল ভারতের কন্যেকে। টিম ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে এষা সিং ভারতকে এনে দিলেন রুপো ৷ 18 বছর বয়সী এষার অল্পের জন্য হাতছাড়া হল সোনা ৷ তবে ব্যক্তিগত ইভেন্টে হতাশ করলেন মনু ভাকের ৷

এর আগে সকালে মহিলাদের দলগত 50 মিটার রাইফেল 3 পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট। পরবর্তী সেই সিফটের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতল ভারত। অন্যদিকে অনন্তজিৎ সিং নারুকা, গুরজোয়াত সিং খাঙ্গুরা এবং অঙ্গদ বীর সিং বাজওয়া- ত্রয়ী ব্রোঞ্জ পদক এনে দিয়েছে ভারতকে ৷ সেইসঙ্গে অনন্তজিৎ সিং নারুকা ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসের রেকর্ড, এশিয়ান রেকর্ড এবং বিশ্বরেকর্ড চুরমার করে দিলেন পঞ্জাব-তনয়া। 50 মিটার রাইফেল থ্রি-পজিশন ফাইনালে শুরু থেকে ছন্দে ছিলেন তিনি। ফাইনালে 469.6 পয়েন্ট স্কোর করেন।

শুটিংয়ের পাশাপাশি এদিন প্রথম অন্য কোনও ইভেন্ট থেকে পদক এল ভারতের ঝুলিতে ৷ সেলিংয়ে পুরুষদের ডিঙ্ঘি (Dinghy) আইএলসিএ 7 (ILCA 7)-এ বিষ্ণু সারাভানান ব্রোঞ্জ জিতে নিয়েছেন। 34 নেট স্কোর নিয়ে পোডিয়াম ফিনিশ করলেন তিনি। কোরিয়ার হা জেমিন 33 পয়েন্ট স্কোর করে রুপো জিতেছেন এবং সিঙ্গাপুরের লো জুন হান রায়ান 26 পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন।

আরও পড়ুন: চতুর্থ দিনে ফের সোনা! শুটিংয়ে মেয়েদের হাত ধরে ভারতের ঝুলিতে এল রুপোও

Last Updated : Sep 27, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.