ETV Bharat / sports

Asia Cup Hockey : দু'গোলে পিছিয়ে পড়েও মালয়েশিয়ার বিরুদ্ধে থ্রিলার ড্র ভারতের

author img

By

Published : May 29, 2022, 9:51 PM IST

মালয়েশিয়ার কাছে আটকে যাওয়ায় সুপার ফোরের তৃতীয় তথা অন্তিম ম্যাচ পর্যন্ত ঝুলে রইল গতবারের চ্যাম্পিয়নদের ফাইনাল ভাগ্য ৷ বলা ভাল পিছিয়ে পড়েও দুরন্ত লড়ে এদিন হার এড়াল সর্দার সিং'য়ের ছেলেরা ৷ ম্য়াচের ফল 3-3 (India play out a thrilling draw against Malaysia in Asia cup super four match) ৷

Asia Cup Hockey
মালয়েশিয়ার বিরুদ্ধে থ্রিলার ড্র ভারতের

জাকার্তা, 29 মে : সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে বদলা নেওয়ার পরদিন দ্বিতীয় ম্য়াচে ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া ৷ এই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত করে ফেলত বীরেন্দ্র লাকরা অ্যান্ড কোম্পানি ৷ কিন্তু মালয়েশিয়ার কাছে আটকে যাওয়ায় সুপার ফোরের তৃতীয় তথা অন্তিম ম্যাচ পর্যন্ত ঝুলে রইল গতবারের চ্যাম্পিয়নদের ফাইনাল ভাগ্য ৷ বলা ভাল পিছিয়ে পড়েও দুরন্ত লড়ে এদিন হার এড়াল সর্দার সিং'য়ের ছেলেরা ৷ ম্য়াচের ফল 3-3 (India play out a thrilling draw against Malaysia in Asia cup super four match) ৷

প্রথম দু'টি কোয়ার্টারে একটি করে গোল করে এদিন 'মেন ইন ব্লু'-কে ব্য়াকফুটে ঠেলে দেয় মালয়েশিয়া ৷ তবে প্রথমার্ধে 0-2 গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি গতবারের চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয়ার্ধে জোরাল প্রত্য়াবর্তন করে ভারত ৷ 31 মিনিটে পেনাল্টি কর্নারের সুযোগ নিয়ে দলের হয়ে ব্যবধান কমান বিষ্ণুকান্ত সিং ৷ তবে সমতায় ফিরতে চতুর্থ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের ৷ দুরন্ত ফিল্ড গোলে দলকে সমতায় ফেরান অভিজ্ঞ এসভি সুনীল ৷

আরও পড়ুন : সুপার ফোরে জাপানকে হারিয়ে বদলা, ফাইনালের পথে একধাপ এগোল ভারত

দু'মিনিট বাদে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে জয়ের মত পরিস্থিতিতেও নিয়ে গিয়েছিলেন নীলম সঞ্জীপ সেস ৷ যদিও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি টোকিয়োর ব্রোঞ্জজয়ীরা ৷ পরের মিনিটে পেনাল্টি কর্নারের সহায়তায় ম্যাচের ফল 3-3 করে মালয়েশিয়া ৷ সুপার ফোরের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া 3-1 গোলে হারিয়েছে জাপানকে ৷ সুপার ফোরের শেষ ম্যাচের আগে 4 পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয়স্থানে দক্ষিণ কোরিয়া এবং ভারত ৷ গোলপার্থক্যে দ্বিতীয়স্থানে 'মেন ইন ব্লু' ৷ মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.