ETV Bharat / sports

French Open: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

author img

By

Published : Jun 10, 2023, 9:36 PM IST

Updated : Jun 11, 2023, 8:10 AM IST

মিচোভাকে মাটি ধরাতে যথেষ্ট পরিশ্রম করতে হল পোল্যান্ডের টেনিস রানিকে ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে 6-2, 5-7, 6-4 সেটে জিতে তৃতীয় বারের জন্য ফরাসি ওপেন ঘরে তুললেন ইগা শিয়নতেক ।

Etv Bharat
Etv Bharat

প্যারিস, 10 জুন: কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও নজির ছোঁয়া হল না ক্যারোলিনা মুচোভার ৷ খেতাবি লড়াইয়ে শেষ হাসি হাসলেন মহিলাদের 1 নম্বর ইগা শিয়নতেক ৷ 2020, 2022 সালের পর ফের লাল কোর্টের রানির মুকুট মাথায় পড়লেন পোল্যান্ডের বছর 22-এর টেনিস তারকা ৷

একটিও সেট না হেরে ফাইনালে উঠেছিলেন শিয়নতেক ৷ অন্যদিকে, মুচোভা খুইয়েছিলেন মাত্র দু'টি সেট ৷ ফলে টেনিসবোদ্ধারা ভেবেছিলেন ফাইনালে টান টান লড়াই হবে ৷ ঠিক সেই লড়াইটাই দেখল প্যারিসের ফিলিপ কার্টিয়ের লাল সুড়কি । হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি পোল্যান্ডের টেনিস রানি হাসলেও কম গেলেন না মুচোভাও ৷ পালটা লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা প্রতিপদে বুঝিয়ে দিলেন, লড়াইটা সহজ নয় ।

শেষ চারে ব্রাজিলের হাদ্দাদ মাইয়াকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন শিয়নতেক । ফাইনালেও খেলাটা সেখান থেকেই ধরেছিলেন । প্রথম সেটে 6-2 গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন পোলিশ তারকা । ফলে অনেকেই ভেবেছিলেন, তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর সামনে বিনা লড়াইয়েই আত্মসমর্পণ করবেন মুচোভা । যদিও দ্বিতীয় সেটেই ঝলক দেখালেন চেক খেলোয়াড় । 7-5 গেমে শিয়নতেককে হারিয়ে প্রবলভাবে ম্যাচে ফেরেন ।

আরও পড়ুন: 'আকাশ ছুঁতে চাই', যুক্তরাষ্ট্র ওপেন জিতে জানালেন শিয়নতেক

নির্ণায়ক সেটেও একসময় 2-0 গেমে এগিয়ে গিয়েছিলেন । যদিও শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে পারলেন না । সেই সুযোগটাই কাজে লাগালেন শিয়নতেক । শেষ পর্যন্ত 6-4 গেমে উড়িয়ে দিলেন প্রতিপক্ষকে । এই নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন ইগা । ফরাসি ওপেনের নিরীখে সংখ্যাটা গিয়ে দাঁড়াল তিনে । মারিয়া শারাপোভাকে টপকে ছুঁলেন মনিকা সেলেস, সেরেনা উইলিয়ামসকে ।

গতবছর স্বপ্নসফর কাটিয়েছিলেন । ঘরে উঠেছিল ফরাসি ওপেন ও ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতেও পৌঁছেছিলেন । এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সফর শেষ হয়ে গিয়েছিল চতুর্থ রাউন্ডেই । দ্বিতীয় জিতে বাকি দুইকেই পাখির চোখ করছেন পোল্যান্ডের টেনিস রানি ।

Last Updated :Jun 11, 2023, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.