ETV Bharat / sports

IFA Felicitated Bengal Team: জাতীয় গেমসে সোনা জয়ী বাংলা দলকে সংবর্ধনা আইএফএ-এর

author img

By

Published : Dec 20, 2022, 2:01 PM IST

IFA Felicitated Bengal Football Team  ETV BHARAT
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বাংলা ফুটবল দলকে সংবর্ধনা

ন্যাশনাল গেমসে সোনাজয়ী বাংলা ফুটবল দলকে সংবর্ধনা জানাল আইএফএ (IFA Felicitated Bengal Football Team for Win Gold in National Games) ৷ সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এই সংবর্ধনা জানানো হয় ৷ সেখানেই সন্তোষ ট্রফি জয়ের দাবিও উঠে আসে ৷

কলকাতা, 20 ডিসেম্বর: আগামী মরশুমের সন্তোষ ট্রফি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তারই মধ্যে ন‍্যাশনাল গেমসে সোনাজয়ী বাংলার ফুটবলারদের সংবর্ধনা জানাল আইএফএ (IFA Felicitated Bengal Football Team for Win Gold in National Games) ৷ দেড় মাস আগে ন‍্যাশনাল গেমসে বাংলাকে সোনা এনে দিয়েছিলেন ফুটবলাররা ৷ দাপুটে সেই জয়ে প্রশংসা কুড়িয়েছিল বাংলা দল ৷ শহরে ফিরতেই ফুটবলারদের প্রাথমিক ভাবে সম্মান জানিয়েছিল আইএফএ ৷ সেদিনই আরও বড় সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোনাজয়ী বাংলা দলকে সংবর্ধনা জানাল আইএফএ ৷

সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চে ন‍্যাশনাল গেমসে সোনা জয়ী বাংলা দলকে সংবর্ধনা জানানো হয় ৷ দলের প্রত‍‍্যেক ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের উত্তরীয়, মিষ্টির হাঁড়ি এবং 25 হাজার টাকা করে দেওয়া হল ৷ আইএফএ-এর আন্তরিক এই সংবর্ধনা পেয়ে আপ্লুত বাংলা দলের ফুটবলার থেকে কোচ সকলে ৷ ন‍্যাশনাল গেমসে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সন্তোষ ট্রফির জন‍্য সাইয়ের মাঠে বাংলা দলের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ৷

IFA Felicitated Bengal Football Team  ETV BHARAT
বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব‍ন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ-সচিব সুফল গিরি, কোষাধ‍্যক্ষ দেবাশিস সরকার-সহ আইএফএ-এর গভর্নিং বডির অন্যান্য সদস‍্যরা ৷ সোমবার সংবর্ধনা মঞ্চেই সন্তোষ ট্রফি জয়ের দাবি ওঠে ৷ প্রসঙ্গত, 7 জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে বাংলা দল তাদের সন্তোষ ট্রফি (Santosh Trophy 2023)-র প্রথম ম্যাচ খেলবে ৷ বাংলার গ্রুপে হরিয়ানা ছাড়াও রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দমন ও দিউ এবং ছত্তিশগড় ৷

IFA Felicitated Bengal Football Team  ETV BHARAT
ন্যাশনাল গেমসে সোনা জয়ী বাংলা দলের ফুটবলারকে সংবর্ধনা
IFA Felicitated Bengal Football Team  ETV BHARAT
সংবর্ধনা মঞ্চে আইএফএ সচিব অনির্বাণ দত্ত-সহ অন্যান্যরা

আরও পড়ুন: পূর্ণ হল ষোলোকলা, মেসি-ম্যানিয়ায় মুগ্ধ সৌরভ থেকে দীপিকা

7 জানুয়ারি হরিয়ানা ম্যাচের পর বাংলা দলের পরের খেলা 9 জানুয়ারি দমন ও দিউয়ের বিরুদ্ধে ৷ 11 জানুয়ারি মধ্যপ্রদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে বাংলা ৷ 13 জানুয়ারি ছত্তিশগড়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ এবং 15 জানুয়ারি মহারাষ্ট্রের বিরুদ্ধে পঞ্চম ম্যাচ খেলবে বাংলা দল ৷ মোট 6টি গ্রুপে 36টি দল নিয়ে সন্তোষ ট্রফি আয়োজিত হচ্ছে ৷ গ্রুপ-2 এর ম্যাচ দিয়ে আগামী 23 ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হচ্ছে ৷

আরও পড়ুন: দিয়েগো অবশ্যই হাসছে ! মেসি ও আর্জেন্তিনাকে অভিনন্দন জানিয়ে বললেন পেলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.