ETV Bharat / sports

Brij Bhushan on WFI Activity: ‘ফাঁসিতে ঝুলিয়ে দিন কিন্তু কুস্তি বন্ধ করবেন না’, আর্জি ব্রিজভূষণ

author img

By

Published : May 1, 2023, 6:33 PM IST

Brij Bhushan on WFI Activity ETV BHARAT
Brij Bhushan on WFI Activity

রেসলিংয়ের সব টুর্নামেন্ট এবং কার্যকলাপ বন্ধ হয়ে রয়েছে ৷ এবার যেন তা চালু করতে দেওয়া হয় ৷ সেই আর্জি জানালেন যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার দাবিও করলেন তিনি ৷

নয়াদিল্লি, 1 মে: গত চারমাস ধরে বন্ধ হয়ে রয়েছে জাতীয় স্তরে কুস্তির বিভিন্ন টুর্নামেন্ট ৷ আর এর জন্য দায়ী প্রথমসারির কুস্তিগীরদের চলতে থাকা লাগাতার আন্দোলন ৷ সোমবার এমনটাই অভিযোগ করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, কিন্তু জাতীয় চ্যাম্পিয়নশিপ-সহ কুস্তির বিভিন্ন টুর্নামেন্ট এবং ক্যাম্প যেন বন্ধ না হয় ৷ এমনটাই দাবি ফেডারেশন সভাপতির ৷ এতে ক্যাডেট এবং জুনিয়র কুস্তিগীরদের ক্ষতি হচ্ছে বলে জানান ব্রিজভূষণ ৷

এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন ব্রিজভূষণ শরণ সিং ৷ সেখানে তিনি বলেন, "গত চার মাসে কুস্তির সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে রয়েছে ৷ আমি বলছি আমাকে ফাঁসি দিন ৷ কিন্তু রেসলিং সংক্রান্ত কাজকর্ম বন্ধ করবেন না ৷ বাচ্চাদের ভবিষ্যত নিয়ে খেলবেন না ৷ যেই আয়োজন করুক না কেন, চ্যাম্পিয়নশিপে জাতীয় ক্যাডেটদের অংশ নিতে দিন ৷ তা সে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ত্রিপুরা যেখানেই হোক না কেন, খেলাধূলা যেন বন্ধ না হয় ৷’’

উল্লেখ্য, গত 24 এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফায় ধরনায় বসেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া-সহ দেশের প্রথমসারির কুস্তিগীররা ৷ তাঁদের দাবি, মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ডব্লিউএফআই প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ইতিমধ্যে 2 টি এফআইআর দায়ের হয়েছে ৷ সেখানে একটি পকসো আইনে মামলাও রয়েছে ৷ যেহেতু, অভিযোগকারিনী 7 জন কুস্তিগীরদের মধ্যে একজন নাবালিকাও ছিল ৷ ইতিমধ্যে, কুস্তিগীরদের এই আন্দোলনে অলিম্পিক পদকজয়ী দেশের প্রাক্তন কুস্তিগীররা সমর্থন জানিয়েছেন ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে, মন্তব্য ব্রিজভূষণের

এমনকী বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে সমর্থন জানানো হয়েছে ৷ বিজেন্দ্র সিং, হরভজন সিং-সহ একাধিক ক্রীড়াবিদ কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন ৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও প্রতিবাদ মঞ্চে সামিল হয়েছেন ৷ প্রিয়াঙ্কা গান্ধি, অরবিন্দ কেজরিওয়ালদেরও যন্তর মন্তরে দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.