ETV Bharat / sports

Subhash Bhowmick Passes Away : প্রয়াত সুভাষ ভৌমিক, শোকস্তব্ধ ময়দান

author img

By

Published : Jan 22, 2022, 9:21 AM IST

Updated : Jan 22, 2022, 12:55 PM IST

former india footballer and coach subhas-bhowmik-passes-away
former india footballer and coach subhas-bhowmik-passes-away

70 বছর বয়সে প্রয়াত বাংলা তথা ভারতের প্রাক্তন তারকা ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick Passes Away) । বহুদিন ধরে কিডনির অসুখে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ সকালে তাঁর মৃত্যু হয় ।

কলকাতা, 22 জানুয়ারি : প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick Passes Away) । আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ময়দানের ‘ভোম্বলদা’ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর । দক্ষিণ কলকাতার একবালপুরের একটি হাসপাতালে বহুদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল ৷ সুগার এবং তার থেকে কিডনির অসুখে ভুগছিলেন দুই প্রধানের হয়ে খেলা এবং কোচিং করানো এই ফুটবলার । পরিবার সূত্রে খবর, তিনি করোনা আক্রান্ত ছিলেন (Subhash Bhowmick was Covid Positive) । ফলে তাঁর শেষকৃত্যে লোক সমাগম হবে না । তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দানে।

তাঁর কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা ছিল ৷ সেই খবর প্রকাশ্যে আসতেই সুভষ ভৌমিকের পাশে দাঁড়িয়ে ছিল ক্রীড়ামহল । প্রাক্তন তারকা ফুটবলারের চিকিৎসার জন্য সম্প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সুভাষ ভৌমিকের চিকিৎসা কোন পথে এগোবে তা নিয়ে আলোচনা হয়। কিন্তু, চিকিৎসা শুরুর সেই সময়টাও দিলেন না আশিয়ান কাপ জয়ী এই কোচ ।

তেইশ বছর আগে সুভাষ ভৌমিকের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল । বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুলি তাঁর অস্ত্রোপচার করেছিলেন। এরপর থেকে মোটের উপর ভালই ছিলেন তিনি । র আগেও তিনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে । তবে, এতদিন হাসপাতালে থাকতে হয়নি । প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন । কিন্তু, এবার সম্ভব হল না ।

আরও পড়ুন : গুরুতর অসুস্থ সুভাষ ভৌমিক, সাহায্যের হাত বাড়াল ময়দান

মালদার ইংরেজবাজারের তরুণ সুভাষের 1968 সালে জ্যোতিষ গুহর হাত ধরে ইস্টবেঙ্গলের হয়ে কলকাতার ময়দানে আত্মপ্রকাশ হয় । এর পর 1971 ও 1972 সালে ময়দানের আরেক বড় ক্লাব মোহনবাগানে চলে যান তিনি । সেখানেও দুই মরসুম দাপিয়ে ফুটবল খেলার পর, ফের তাঁর পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে ফিরে আসেন । এরপর শুরু হয় সুভাষ যুগ । মোহনবাগানকে পাঁচ গোল দেওয়া । লাল হলুদ জার্সিতে কার্যত বুলডোজার চালান তিনি । কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শিষ্য তখন প্রকৃত অর্থে তারকা হয়ে উঠেছিলেন । 1970 সালে এশিয়াডে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ।

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে : সুভাষ ভৌমিক

1979 সালে ইস্টবেঙ্গলের জার্সিতে ক্লাব ফুটবল থেকে অবসর নেন সুভাষ ভৌমিক । 1987 সালে ভারতীয় দলের কোচ হয়েছিলেন । আর 1991 সালে মোহনবাগানের হয়ে ক্লাব কোচিং শুরু করেন । সেবার মোহনবাগানের কোচ হলেও সাফল্য পাননি । 1999 সালে দ্বিতীয় বার কোচ হয়ে কলকাতা ময়দানে ফেরেন । আর এ বার তাঁর ফুটবলার জীবনের প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসেন । এখান থেকেই কোচ সুভাষ ভৌমিকের উল্কার গতিতে উত্থান শুরু হয় । আর তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল ইস্টবেঙ্গলের হয়ে আশিয়ান কাপ জয় । একই বছরে আই লিগ সহ পাঁচটি ট্রফি জিতে সুভাষ ভৌমিক তখন ছিলেন প্রকৃত অর্থেই তারকা কোচ । এর পর মোহনবাগান, মহমেডানের কোচ হলেও সেভাবে সাফল্য আসেনি । বাংলার বাইরে চার্চিল ব্রাদার্সে কোচিং করিয়ে আই লিগ জেতেন । শেষবার 2017 সালে ইস্টবেঙ্গলের টিডি-র দায়িত্ব সামলে ছিলেন । ময়দানের জনপ্রিয় ফুটবল ব্যক্তিত্বের মৃত্যু প্রকৃত অর্থে মহীরুহের পতন ।

Last Updated :Jan 22, 2022, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.