ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে : সুভাষ ভৌমিক

author img

By

Published : Aug 1, 2020, 7:28 PM IST

শতবর্ষের জন্মদিনে ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে সদস্য সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে । সমর্থকদের মানসিকতা বুঝতে পেরে সুভাষ ভৌমিকের মন্তব্য, ‘‘ইস্টবেঙ্গলের মুকুটে যে সাফল্য রয়েছে তার অর্ধেক যদি অন্য ক্লাব করতে পারে তাহলে বুঝব । ISL, ISL করে মাথা ঠোকার দরকার নেই ।’’

সুভাষ ভৌমিকের বক্তব্য
ইস্টবেঙ্গলের শতবর্ষে সুভাষ ভৌমিক

কলকাতা, 1 অগাস্ট : ইস্টবেঙ্গল একটি ধর্মের নাম । সেই ধর্ম তারাই ত্যাগ করে যারা জাতিচ্যুত হতে চায় । এভাবেই ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে সদস্য-সমর্থকদের উজ্জীবিত করলেন সুভাষ ভৌমিক ।

ফুটবলার এবং কোচ হিসেবে নিজের সেরা সময় কাটিয়েছেন লাল-হলুদ জার্সিতে । নিজেকে বরাবর ইস্টবেঙ্গলিয়ান বলতে গর্ব বোধ করেন সুভাষ ভৌমিক । শতবর্ষে ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে সদস্য সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে । সমর্থকদের মানসিকতা বুঝতে পেরে আজ সুভাষ ভৌমিক বলেন, ‘‘ইস্টবেঙ্গলের মুকুটে যে সাফল্য রয়েছে তার অর্ধেক যদি অন্য ক্লাব করতে পারে তাহলে বুঝব । ISL, ISL করে মাথা ঠোকার দরকার নেই । আই লিগ খেলবে লাল হলুদ । ISL-র ইস্টবেঙ্গলকে দরকার । ইস্টবেঙ্গলের ISL-কে দরকার নেই ।’’

উদাহরণ হিসেবে মহাভারতের কর্ণের কথাও টেনে নিয়ে এসেছেন সুভাষ ভৌমিক । ‘‘নিয়তির কাছে আমরা সকলেই বাঁধা । একবছর আগে যে উন্মাদনা নিয়ে শুরু হয়েছিল তা পরিবর্তিত পরিস্থিতির শিকার । কুরুক্ষেত্রে কর্ণ নিয়তির শিকার হয়েছিলেন । বীর হয়েও নিয়তির হাত থেকে রেহাই পাননি । বীর যোদ্ধা কর্ণ, অর্জুন নন । সেরকমই ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে । কারণ ইস্টবেঙ্গল বীর," মন্তব্য আশিয়ান জয়ী কোচের । একই সঙ্গে ক্লাবের বিপদে সদস্য সমর্থকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান । প্রয়োজনে অর্থ সাহায্য করার কথাও বলেন বর্ষীয়ান কোচ ।

ইস্টবেঙ্গলের শতবর্ষে সুভাষ ভৌমিক

এদিকে প্রবাদপ্রতীম ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য কঠিন সময় কাটিয়ে ওঠার ব্যাপারে নিশ্চিত । কিংবদন্তি গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায় ISL খেলার জন্য মাথা বিকানোর বিপক্ষে । প্রাক্তন তারকা ডিফেন্ডার তরুণ দে বলেছেন, ‘‘ইস্টবেঙ্গল ISL খেলে না, সেটা ISL-র লজ্জা । ইস্টবেঙ্গলের নয় ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.