ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির

author img

By

Published : Nov 27, 2022, 10:36 AM IST

FIFA World Cup 2022 Leonel Messi Touches Prince of Football Diego Maradona
FIFA World Cup 2022 Leonel Messi Touches Prince of Football Diego Maradona

বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে শনিবার মাঝরাতে নয়া কীর্তি স্থাপন করলেন লিওনেল মেসি ৷ মেক্সিকোর বিরুদ্ধে গোল করে ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে (Leonel Messi Touches Prince of Football Diego Maradona) ৷

দোহা, 27 নভেম্বর: শনিবার মধ্যরাতে মেক্সিকোর বিরুদ্ধে 2-0 গোলে দলের জয়ে বড় অবদান রেখেছেন লিও মেসি ৷ সেই সঙ্গে আরও একটি কীর্তির মালিক হলেন তিনি ৷ বিশ্বকাপের (FIFA World Cup 2022) গোল সংখ্যায় দিয়েগো আর্মান্দো মারাদোনাকে ছুঁয়ে ফেললেন ফুটবলের জাদুকর (Leonel Messi Touches Prince of Football Diego Maradona) ৷ এবার সুযোগ তাঁকে ছাপিয়ে যাওয়ার ৷ বর্তমানে বিশ্বকাপে মারাদোনা এবং মেসির গোল সংখ্যা 8 ৷ সেই তালিকায় রয়েছেন আরও এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ ঘানার বিরুদ্ধে স্কোর করার সুবাদে তিনিও মারাদোনার সমসংখ্যক 8টি গোলের মালিক ৷

শনিবার রাতে 64 মিনিটের মাথায় দুই মেক্সিকান ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে ঠেলে দেন মেসি ৷ গোলকিপার ওচোয়া তাঁর ডানদিকে ঝাঁপিয়েও সেই বল আটকাতে পারেননি ৷ মেক্সিকোর বিরুদ্ধে গোল করার পর মেসি, আরও একটি রেকর্ড করেছেন ৷ টানা 6 ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করার রেকর্ড করেছেন তিনি ৷ লিওনেল মেসির সামনে এই মুহূর্তে আরও একটি রেকর্ডের মালিক হওয়ার সুযোগ রয়েছে ৷ স্বদেশীয় প্রাক্তন আর্জেন্তাইন ফুটবলার গ্যাব্রিয়েল বাতিসতুতাকে ছোঁয়ার খুব কাছে এসে গেছেন এলএম 10 ৷

আরও পড়ুন: ভরসা দিল মেসির পা, স্বপ্ন দেখা শুরু আর্জেন্তিনার

গ্যাব্রিয়েল বাতিসতুতা (Gabriel Batistuta) বিশ্বকাপে 10 গোল করেছিলেন ৷ আর্জেন্তিনা পরের ম্যাচ জিতলে এবং সেখানে মেসি গোল করতে পারলে, পরের রাউন্ডে কোয়ালিফাই করবে আর্জেন্তিনা ৷ ফলে মেসির সামনে বিশ্বকাপের মঞ্চে 10 বা তার বেশি গোল করার সুযোগ রয়েছে ৷ প্রসঙ্গত, বিশ্বকাপে বর্তমানে সর্বাধিক গোলের মালিক প্রাক্তন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে ৷ বিশ্বকাপে তিনি 24 ম্যাচ খেলে 16 গোল করেছেন ৷ 2014 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আয়োজক ব্রাজিলকে 1-7 গোলে হারিয়েছিল জার্মানি ৷ সেই ম্যাচে ক্লোজে গোল করেন এবং প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডো (15)-কে ছাপিয়ে সর্বাধিক গোলের মালিক হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.