ETV Bharat / sports

Gianni Infantino: লক্ষ্য ভারতীয় ফুটবলের সার্বিক উন্নয়ণ, অক্টোবরে এদেশে এসে মোদি-সাক্ষাতে ইনফান্তিনো ?

author img

By

Published : Sep 19, 2022, 10:42 PM IST

Updated : Oct 29, 2022, 3:04 PM IST

Etv Bharat
অক্টোবরে এদেশে এসে মোদি-সাক্ষাতে ইনফান্তিনো?

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ৷ অনুর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ চলাকালীন এদেশে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইনফান্তিনোর (FIFA chief Infantino might call on PM Modi next month) ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: একমাস আগেও পরিস্থিতিটা ছিল ভয়াবহ ৷ ফিফার (FIFA) নির্বাসনে খাঁড়ায় তখন কলঙ্কিত ভারতীয় ফুটবল ৷ দেশের মাটিতে আসন্ন যুব মহিলা ফুটবলের ভবিষ্যৎ ঘিরে তখন একঝাঁক প্রশ্ন ৷ কিন্তু সুপ্রিম নির্দেশ মেনে ফেডারেশন তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠিত করায় নির্বাসনমুক্ত হয়েছে ভারতীয় ফুটবল ৷ তাই একমাস পর এসে দেশের ফুটবলে এখন টাটকা বাতাস ৷ তাতে আলাদা মাত্রা যোগ করল আরেকটি বিষয় ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ৷ অনুর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ চলাকালীন এদেশে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইনফান্তিনোর (FIFA chief Infantino might call on PM Modi next month) ৷

সোমবার ফেডারেশনের নয়া কার্যকরী সমিতির বৈঠক বসেছিল ফুটববলের মক্কা কলকাতায় ৷ সেখানেই এমন সম্ভাবনা জোরালো হয়েছে ৷ ইনফান্তিনোর ভারত সফর নিয়ে এদিনের বৈঠকে আলোচনার যা নির্যাস, তাতে মহিলা যুব বিশ্বকাপের ফাইনাল লেগ ম্যাচ চলাকালীন এদেশে পা রাখবেন ফিফা প্রেসিডেন্ট ৷ যা শুরু হচ্ছে আগামী 11 অক্টোেবর ৷ চলবে 30 অক্টোবর পর্যন্ত ৷ ফেডারেশনের তরফে এ বিষয়ে একটি বিবৃতি জারি করে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, "বৈঠকের শুরুতেই কার্যকরী সমিতির সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে যে অক্টোবরের শেষ সপ্তাহে এদেশে আসতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ৷ ভারতীয় ফুটবলের সার্বিক উন্নয়ণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ৷" বৈঠক শেষে একই সম্ভাবনার কথা শোনা গিয়েছে ফেডারেশন সচিব শাজি প্রভাকরণের (Shaji Prabhakaran) গলাতেও ৷ এমনকী ইনফান্তিনোর মোদি-সাক্ষাতের পর বড়সড় কোনও ঘোষণাও আসতে পারে বলে জানিয়ে দিল্লি ফুটবল সংস্থার প্রাক্তন সভাপতি ৷

আরও পড়ুন: ফেডারেশনের সতর্কতার মধ্যেই সুনীলের উত্তরসূরীর খোঁজে ইগর স্টিমাচ

উল্লেখ্য, ফেডারেশনের নয়া কার্যকরী কমিটির দ্বিতীয় বৈঠক এদিন অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায় ৷ যে বৈঠকে নেতৃত্ব প্রদান করেন নব-নির্বাচিত ফেডারেশন সভাপতি তথা প্রাক্তন জাতীয় ফুটবলার কল্যাণ চৌবে এবং সচিব শাজি প্রভাকরণ ৷

Last Updated :Oct 29, 2022, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.