ETV Bharat / sports

East Bengal : ইমামি গ্রুপের চুক্তিপত্রের জবাব দিল ইস্টবেঙ্গল

author img

By

Published : Jun 26, 2022, 11:09 PM IST

East Bengal
East Bengal

ক্লাবের সহ সচিব রূপক সাহার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের ইনভেস্টর ইমামি গ্রুপ যে চুক্তিপত্রটি পাঠিয়েছিল সেটি আমরা আমাদের আইনজীবীদের কাছে দিয়েছিলাম । তাঁরা সেটি তৈরি করে দিয়েছেন, আমরা সেটা ইমামি গ্রুপের কাছে পাঠিয়ে দিয়েছি ।

কলকাতা, 26 জুন : লগ্নিকারীর পাঠানো চুক্তিপত্রের জবাব দিল ইস্টবেঙ্গল । চলতি সপ্তাহের মঙ্গলবার লাল-হলুদের নতুন স্পনসর ইমামি গ্রুপের পাঠানো খসড়া ক্লাবে আসে । খসড়াটির যাবতীয় শর্ত নিয়ে ক্লাব তার আইনজীবীদের সঙ্গে আলোচনা করে । রবিবার বিকেলে এই বিষয়ে আইনজীবীরা সিদ্ধান্ত জানালে ইস্টবেঙ্গল ক্লাব তা লগ্নিকারী সংস্থাকে পাঠিয়ে দেয় ।

ক্লাবের সহসচিব রূপক সাহার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের ইনভেস্টর ইমামি গ্রুপ যে চুক্তিপত্রটি পাঠিয়েছিল সেটি আমরা আমাদের আইনজীবীদের কাছে দিয়েছিলাম । তাঁরা সেটি তৈরি করে দিয়েছেন, আমরা সেটা ইমামি গ্রুপের কাছে পাঠিয়ে দিয়েছি । আমরা এটাও জানি আগামী 1 তারিখ তাদের একটি সামাজিক অনুষ্ঠান রয়েছে । সেটি অতিক্রম করার পরে খুব দ্রুত আমরা বিষয়টি সম্পন্ন করতে পারব বলে আশা রাখি ।

আরও পড়ুন : নতুন চ্যালেঞ্জ নিয়ে ভারতে আসা, মোহনবাগানে সইয়ের পর জানালেন ফ্লোরেন্তিন পোগবা

ক্লাবের এই বক্তব্যের পরে চুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল । প্রসঙ্গত, ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল জানিয়েছিলেন, চুক্তি স্বাক্ষর না হলে বিনিয়োগ করবেন না । এমনকী ক্লাবের দীর্ঘসূত্রিতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন । কারণ দুই পক্ষ ঐক্যমতে পৌঁছে কোম্পানি গঠন করে দলগঠনের প্রক্রিয়া শুরু হবে । ইতিমধ্যে দলবদলের প্রথম উইন্ডোর দিন শেষ হয়ে আসছে । অন্য দলগুলি ফুটবলার নিচ্ছে তখন লাল হলুদে দলগঠন থমকে ।

রবিবার সন্ধের চিঠির পরে পরবর্তী প্রক্রিয়া নতুন মাসের আগে শুরু হবে না । তবে ক্লাব বনাম লগ্নিকারীর মধ্যে তৈরি হতে চলা দড়ি টানাটানির পরিস্থিতি যে একটা দিশা পেতে চলেছে তা পরিষ্কার । বিশেষ করে কোন পক্ষের হাতে কত স্বত্ত্ব থাকবে । বোর্ড অব ডিরেক্টরে কোন পক্ষের কতজন প্রতিনিধি থাকবে তা নিয়ে আলোচনার প্রক্রিয়া শুরুর পরিস্থিতি তৈরি হল । শোনা যাচ্ছে 80 শতাংশ স্বত্ত্বাধিকার এবং বোর্ডে আটজন প্রতিনিধি রাখার বিষয়ে ইমামি গ্রুপ জোর দিয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব তা মানবে কী না দেখার । তবে এবার যে শুধুমাত্র ফুটবল স্বত্ত্ব দেওয়া হবে তা একাধিকবার লাল হলুদ কর্তারা বলেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.