ETV Bharat / sports

পঞ্চবাণে বিদ্ধ নর্থ-ইস্ট, সবচেয়ে বড় জয়ে আইএসএলে জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 10:27 PM IST

Etv Bharat
ইস্টবেঙ্গল

ISL 2023-24: নর্থ ইস্ট ইউনাইটেডকে গোলের খাতা খুলতেই দিল না লাল হলুদ শিবির ৷ 5-0 গোলে তাদের জাস্ট উড়িয়ে ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল ৷

কলকাতা, 4 ডিসেম্বর: স্টেডিয়ামের গ্যালারি ভরে দলের পারফরম্যান্সে। কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা এখন খেলার দিন এতটাই আতঙ্কে থাকেন যে সাহস করে মাঠে আসতে দ্বিধা করেন । তবুও যারা আসেন তারা প্রিয় দলের জয়-পরাজয়ের চাক্ষুষ সাক্ষী থাকতে চান । সোমবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল যে সাহসী ফুটবল মেলে ধরল, তাতে গ্যালারিতে ফিরল হারিয়ে যেতে বসা 'ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল' চিৎকার ।

চার ম্যাচ পরে জয়ের সরণিতে লাল-হলুদ । নর্থ ইস্ট ইউনাইটেডকে 5-0 গোলে উড়িয়ে প্রতিযোগিতায় নিজেদের সবচেয়ে বড় জয় হাসিল করল ইস্টবেঙ্গল। পাঁচ গোলে জয় ! 14 মিনিটে বোরহা হেরেরার গোলের পরে 24 মিনিটে গোল ক্লেইটন সিলভার, 62 মিনিটে গোল নন্দকুমারের, 65 মিনিটে ফের গোল ক্লেইটন সিলভার, 91 মিনিটে দ্বিতীয় গোল নন্দকুমারের। এই জয়ের ফলে 8 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল সাতে উঠে এল । নয় থেকে সাত, মাত্র দুই ধাপ উত্তরণ । কিন্তু তার চেয়েও বেশি হারের ধাক্কায় তলিয়ে যেতে থাকা একটা দলের জয়ের মানসিকতায় ফেরা । কার্লেস কুয়াদ্রাত বলেছিলেন, তিনি ক্লাবের হার না-মানা মনোভাবের প্রয়োগ মাঠে দেখতে চান। তা যে হয়েছে, বলছে স্কোরবোর্ডে ।

চোট সারিয়ে এক ম্যাচ পরে মাঠে ফিরলেন বোরহা হেরেরা । তিনি ফিরতেই লাল-হলুদ মাঝমাঠের শ্রী ফিরল । ক্রেসপো-সৌভিক-বোরহা এবং বিষ্ণু লাল-হলুদ জয়ের নেপথ্য কারিগর । বিশেষ করে পিভি বিষ্ণু । লাল-হলুদের প্রাক্তনী এম সুরেশের গ্রামের ছেলে পিভি বিষ্ণুকে নিয়ে এসেছেন বিনো জর্জ । কলকাতা লিগে নজরকাড়ার পরে আইএসএলে মানিয়ে নিচ্ছেন । 14 মিনিটে বোরহার দূরপাল্লার দুরন্ত শটে প্রথম গোল । গোলের বল সাজিয়ে দিয়েছিলেন পিভি বিষ্ণু । 10 মিনিট পরে ফের গোল ইস্টবেঙ্গলের । এবার ক্রেসপোর বাড়ানো বল ধরে মন্দার দেশাইয়ের সেন্টারে মাথা ছুইয়ে গোল ক্লেটন সিলভা । 64 মিনিটে ইস্টবেঙ্গল অধিনায়কের পা থেকে এল দলের চতুর্থ গোল । চলতি মরশুমে পাঁচ গোল করে ফেললেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার । বিরতির আগে দুই গোল । পরে আরও তিন ।

পিভি বিষ্ণুর বদলে মাঠে এসেছিলেন নন্দকুমার । জোড়া গোল তাঁর পা থেকে । 62 এবং 81 মিনিটে গোল করে তার পায়ে ভয়ডরহীন ফুটবল । পাঁচ গোলে এই জয় ইস্টবেঙ্গলের জয়ের ইতিহাসে গর্বের স্মারক। আইএসএলে ইস্টবেঙ্গল তাদের তিন বছরের ইতিহাসে কোনও প্রতিপক্ষকে পর্যদুস্ত করতে পারেনি । অগ্রহায়ণের সন্ধ্যায় পাঁচ গোলে জয়ে স্পর্ধার প্রত্যাবর্তন ।

আরও পড়ুন :

1 কলকাতা ডার্বি না-হওয়ায় হতাশ, ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত

2 রাস্তার রং সবুজ-মেরুন, শিলিগুড়ির পর দুর্গাপুরে মোহনবাগান অ্যাভিনিউ

3 পাঁচ গোলের ধাক্কা সরিয়ে কলিঙ্গে জয়ের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.